ব্যাটারদের আরেকটু মনোযোগী হওয়ার আহ্বান হাসানের

সংবাদ সম্মেলনে বেশ জোর দিয়েই কাইল ভেরেইনা বললেন, উইকেট আগের দিনের চেয়ে বেশ ভালো। তার দাবি যে সত্যি, তা দেখা গিয়েছে তাদের ব্যাটিংয়েও। লেজের ব্যাটারদের নিয়ে এদিন শেষ চার উইকেট হারিয়ে আরও ১৬৬ রান যোগ করেন এই ব্যাটার। কিন্তু সেই পিচেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে বাংলাদেশ।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তিন উইকেট হারিয়ে ১০১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তবে সে অর্থে সাবলীলভাবে ব্যাটিং করতে পারেননি কেউই। আগামীকালও একই ধারা বজায় থাকলে হয়তো আরও একটি হার দেখতে হবে টাইগারদের। তাই ব্যাটারদের একটু মনোযোগ দিয়েই ব্যাটিং করার আহ্বান জানান পেসার হাসান মাহমুদ।
এদিন সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হয় হাসানের কাছে। তার উত্তরেই ব্যাটারদের মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, 'আউট হওয়াটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমি বলব যে আরও মনোযোগ দিয়ে ব্যাট করা, যতটুকু সম্ভব সেট হয়ে ব্যাটিং করাটা (গুরুত্বপূর্ণ)।'
ব্যাটাররা আরেকটু মনোযোগী হলে এই টেস্টে জয় তুলে নেওয়া সম্ভব বলেও মনে করেন হাসান। দুইশ রানের লিড পেলেই লড়াই করতে পারবেন জানিয়ে বললেন, 'আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।'
তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন এই পেসার, 'জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।'
কিন্তু প্রশ্ন একটাই ব্যাটারদের যে অবস্থা তাতে আদৌ কি দ্বিতীয় ইনিংসে চার শতাধিক রান করা সম্ভব। হাসান অবশ্য ব্যাটারদের উপর সেই বিশ্বাস রাখছেন, 'তিন সেশন ব্যাট করা সম্ভব। করতে পারলে চারশোর কাছাকাছি যেতে পারব।'
'মন থেকে বিশ্বাস করি আমরা আবার একটা সময় ঘুরে দাঁড়াব। চিন্তা করি এর পরের দিন ভালো হবে। নিজেদের ব্যাটাররা ভালো খেলার আশা সবারই, স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাব। যেটাতে আমরা ম্যাচ জিততে পারব। এভাবে চিন্তা করে আগানো উচিত,' বলেন হাসান।
এদিন বিপদটা প্রথম ইনিংসেই ডেকে আনে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় দলটি। সেই পিচে ব্যাটিং বিপর্যয়ে পড়েও তিন শতাধিক রান করেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ব্যবধানে হারতে না চাইলে এখনও তাদের করতে হবে আরও ১০১ রান।
Comments