মিরাজের ৩ রানের আক্ষেপ, প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Mehidy Hasan Miraz

মেহেদী হাসান মিরাজ যখন নামেন দল তখন খাদের কিনারে, তিনি নামার পর বিপদ আরও বেড়ে যায়, জেগে উঠে ইনিংস হারের শঙ্কা। এমন প্রবল প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়লেন তিনি। জাকের আলি অনিককে নিয়ে শতরানের প্রতিরোধের পর দলকে তিনশো ছাড়ালেও অল্পের জন্য সেঞ্চুরি পেলেন এই ব্যাটার।

আগের দিনের ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে নেমে আর  ২৪ রান যোগ করতে পারে বাংলাদেশ। অলআউট হয় ৩০৭ রানে। মিরপুর টেস্ট জিতে নিতে ১০৬ রান চাই দক্ষিণ আফ্রিকার।

শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া মিরাজ করেছেন ৯৭ রান। বাড়তি বাউন্সের বলে তাকে স্লিপে ক্যাচ বানানো কাগিসো রাবাদা ৪৩ রানে ৬ উইকেট নিয়ে দলের সফল বোলার।

দিনের একদম তৃতীয় বলেই রাবাদার বলে এলবিডব্লিউতে ফেরেন নাঈম হাসান। আরেক পাশে রান বাড়িয়ে নব্বুই ছাড়িয়ে যান মিরাজ। তাইজুল ইসলামকে তাকে সঙ্গ দিতে পারেননি। তাইজুলকে স্লিপে ক্যাচ বানান ভিয়ান মুল্ডার। হাসান মাহমুদকে নিয়ে লড়াই শুরু হয় মিরাজের। তবে দুর্দান্ত বল করতে থাকা রাবাদাকে সামলাতে পারেননি মিরাজও। ৮৯তম ওভারে তার লাফানো বল স্লিপে জমা দেন অফ স্পিনিং অলরাউন্ডার। 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

8h ago