'বাজবল থামানোর ক্রিপ্টোনাইট খুঁজে পেয়েছে পাকিস্তান'

স্বাভাবিক কৌশলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পেরে ওঠেনি পাকিস্তান। উল্টো রীতিমতো রেকর্ড হারের 'লজ্জা' পেতে হয় তাদের। তবে পরের দুই টেস্টে টার্নিং উইকেট বানিয়ে বাজীমাত করে দলটি। সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে সহজ জয়ে সিরিজ নিশ্চিত হয় দলটির। যেন ইংলিশদের টোটকা পেয়ে যান পাকিস্তানিরা।

গত কয়েক বছর থেকেই ক্রিকেট বিশ্বে নতুন কৌশল 'বাজবল' নিয়ে আলোচনার ঝড় তুলেছে ইংল্যান্ড। ক্রিকেটের অভিজাত সংস্করণে চিরাচরিত দেখে খেলার পরিবর্তে আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতরান তুলে প্রতিপক্ষে চাপে ফেলা দেওয়াই এই কৌশলের মূলমন্ত্র। আর এই কৌশলে নিয়মিত সাফল্যও পাচ্ছিল দলটি। কিন্তু পাকিস্তানে শেষ দুই টেস্টে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।

সুপারম্যানের ক্ষমতা হ্রাস করতে দুষ্ট লেক্স লুথর সাহায্য নিয়েছিলেন ক্রিপ্টোনাইটের। সিনেমায় বিষয়টি একেবারে কাল্পনিক হলেও পাকিস্তানের এই কৌশলকে সেই ক্রিপ্টোনাইটের সঙ্গে তুলনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইন।

স্কাই স্পোর্টস পণ্ডিত হিসেবে নাসির বলেন, 'তারা (পাকিস্তান) একটি বাস্তব ও কঠোর পরিবর্তন করেছে। সম্পূর্ণ ভিন্ন পিচ, তারা (প্রথম টেস্টের পর) আবার মুলতানের পিচ ব্যবহার করেছে, সম্পূর্ণ টার্নিং, এখানেও (রাওয়ালপিন্ডি) হয়েছে। তারা বাজবল থামানোর ক্রিপ্টোনাইট খুঁজে পেয়েছে। যখন এটা স্পিন করে এবং গ্রিপ করে, ইংল্যান্ড ভালোভাবে স্পিন খেলে না কিংবা পাকিস্তানের মতো স্পিন বোলিং করে না।'

পাকিস্তানি স্পিনে শুরু থেকেই ধুঁকেছেন ইংলিশ ব্যাটাররা। যা দলটির জন্য উদ্বেগের বিষয় বলে মনে করেন নাসির, 'ইংল্যান্ডের জন্য এই পার্থক্য উদ্বেগের বিষয়। এটা এতটা কঠোর হওয়া উচিত নয়। আপনি সমতল পিচে ভালো খেলবেন এবং লাইনের মধ্য দিয়ে আঘাত করতে পারবেন। কিন্তু যে মুহূর্তে এটি গ্রিপ করবে আপনি সেভাবে খেলতে পারবেন না, আপনি কিছুটা হারিয়ে যাবেন।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

6m ago