পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বড় তারকাদের বিশ্রাম দিল অস্ট্রেলিয়া

নভেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এই সিরিজ সামনে রেখে কয়েকজন বড় তারকাকে বিশ্রামে রেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কয়েকজন নতুন মুখ দলে রেখেছে তারা।
সোমবার ঘোষিত টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। টেস্টের ভাবনায় এই সিরিজে দলে নেই নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ট্রেভিস হেডরা। এরা প্রত্যেকেই থাকবেন বিশ্রামে। চোটের কারণে নেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জ্যাভিয়ার বারলেট, কোপার কোন্নলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক, অ্যারন হার্ডি, জস ইংলিস, স্প্যান্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
নিয়মিত অধিনায়ক মার্শ না থাকায় গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিসদের কেউ নেতৃত্ব দিতে পারেন। এই দলে পুরনোদের মধ্যে আছেন জস ইংলিস, ম্যাথু শর্ট, টিম ডেভিডরা।
নতুন করে দলে এসেছেন পেসার জ্যাভিয়ার বারলেট। ন্যাথান এলিস, স্পেনসার জনসন ফিরে পেয়েছেন জায়গা।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'আমরা তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল দিয়েছি, অনেকেই আগে খেলেছেন। কারো কারো আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে।'
১৪ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ১৬ নভেম্বর সিডনিতে দ্বিতীয় ম্যাচের পর ১৮ নভেম্বর হোবার্টে হবে শেষ ম্যাচ।
এই সিরিজের পর পরই ২২ নভেম্বর পার্থে ভারতের বিপক্ষে শুরু হবে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। স্বাভাবিকভাবেই টেস্ট দলের কাউকেই টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।
Comments