অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের সাদা বলের কোচ গিলেস্পি

হুট করেই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্যারি কার্স্টেন। তাই বাধ্য হয়েই সাদা বলের জন্যও কোচ খুঁজতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। তবে আপাতত অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দায়িত্ব সামলাবেন লাল বলের কোচ জেসন গিলেস্পি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গিলেস্পির হাতে সাদা বলের দায়িত্ব দেওয়ার কথা জানায় পিসিবি, 'গ্যারি কার্স্টেনের পদত্যাগপত্র জমা দেওয়ায় এবং তা গৃহীত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করেছে যে জেসন গিলেস্পি আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান পুরুষদের ক্রিকেট দলের কোচ হবেন।'

গত এপ্রিলেই কার্স্টেনের সঙ্গে গিলেস্পিও পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হন। তবে কেবল লাল বলের জন্য। তার অধীনে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট ম্যাচ ছাড়া খুব একটা সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ঘুরে দাঁড়ায় দলটি।

তবে ঠিক কারণে কার্স্টেন হঠাৎ দায়িত্ব ছাড়লেন তা এখনও খোলাসা করে জানায়নি পিসিবি। সাম্প্রতিক সময়ে নানান ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সাদা বলের সংস্করণের অধিনায়ক থেকে বাবর আজম সরে গেছেন। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।

আগামী ৪ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দলটি। সফরটি আগামী বছর পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago