স্টোকসের বাড়িতে চোরের হানা

Ben Stokes House burglars

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা চোরের দল তার বাড়ি থেকে গহনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টোকস জানান, গত ১৭ অক্টোবর ঘটে এই চুরির ঘটনা, যখন তিনি টেস্ট সিরিজ খেলতে অবস্থান করছিলেন পাকিস্তানে।

ডারহামের ক্যাসেল ইডেন এলাকার বাড়িতে স্টোকস না থাকলেও তার স্ত্রী সন্তানরা ছিলেন। শারীরিকভাবে তারা আক্রান্ত না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এক্স একাউন্টে ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি পোস্ট করেন। যার সবই চুরি হয়েছে। তার বাড়ির আরও অন্যান্য জিনিসও চুরি হয়েছে।

হতাশা প্রকাশ করে স্টোকস লিখেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে এটার মানসিক প্রভাব খুব নেতিবাচক। আমার স্ত্রী ও দুই শিশু বাড়িতে থাকার সময় এটা ঘটেছে। তাদের শারীরিকভাবে ক্ষতি না হলেও মানসিকভাবে ক্ষতি হয়েছে। আরও খারাপ কিছুও হতে পারত।'

এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশকেও ধন্যবাদ দিয়েছেন স্টোকস, 'আমি পুলিশ সেবাকে ধন্যবাদ দিব। এখন এবং আমি পাকিস্তানে থাকার সময় তারা আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা অপরাধীদের খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago