স্পিনারদের দাপটে মুম্বাইতে চালকের আসনে ভারত

স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের দাপটে কোন দলই করতে পারেনি বড় স্কোর। এজাজ প্যাটেলের ছোবলের মাঝে শুবমান গিল-রিশভ পান্তের ব্যাটে ভারত ছোট লিড পাওয়ার পর জ্বলে উঠেছেন রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিনরা। তাদের ঘূর্ণিতে জেতার সম্ভাবনায় এগিয়ে ভারত।

শনিবার মুম্বাইতে তৃতীয় দিনের খেলার পর ভারত  এগিয়ে থাকলেও উইকেটের কন্ডিশন বিচারে সফরকারীদের সম্ভাবনাও একদম মিলিয়ে যায়নি৷  হাতে ১ উইকেট নিয়ে নিউজিল্যান্ড এগিয়ে আছে ১৪৩ রানে। ভারতের লক্ষ্য তাই নাগালেই থাকার কথা। যদিও মুম্বাইর পিচে দেড়শো পেরুনো পুঁজিও তাড়া করা সহজ নয়।

নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করে ২৬৩ রান। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস দুইশোর ভেতর থামার পথে। অর্থাৎ ক্রমশই এই পিচে রান করা কঠিন হয়ে পড়ছে।

৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা ভারতকে সকালে টেনে নেন শুবমান গিল ও রিশভ পান্ত।  দুই তরুণ খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। পান্ত টি-টোয়েন্টি স্টাইলে মাত্র ৩৬ বলেই স্পর্শ করেন ফিফটি৷ ফিফটির পর কিছুটা রয়েসয়ে এগুনোর চিন্তায় ছিলেন তিনি। বেশি দূর এগুতে পারেননি। ৫৯ বলে ২ ছক্কা ৮ চারে ৬০ করে ইশ সোধির বলে বাঁহাতি ব্যাটার এলবিডব্লিউ হলে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর রবীন্দ্র জাদেজা খুব বেশি সঙ্গ দিতে পারেননি গিলকে৷ সরফরাজ আহমেদ নেমেই ফেরেন খালি হাতে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তিনি। তবে তিনি হতাশ হন এজাজ প্যাটেলের বলে। ৯০ রানে থামেন ছন্দে থাকা ব্যাটার।

পরে ভারতের রান আড়াইশ ছাড়ায় সুন্দরের চেষ্টায়। তিনি অপরাজি থেকে যান ৩৮ রানে।  গুটিয়ে যাওয়ার আগে ২৮ রানের লিড নিতে পারে ভারত।

দ্বিতীয় ইনিংসে নেমে প্রথম ওভারেই টপ ল্যাথামের উইকেট হারায় কিউইরা। আকাশ দিপের বলে বোল্ড হয়ে যান নিউজিল্যান্ড অধিনায়ক। ডেভন কনওয়ে,  উইল ইয়ং মিলে জুটি গড়লেও তা বড় হতে দেননি ওয়াশিংটন সুন্দর। ইয়ং এক পাশে লড়াই জারি রাখলেও অশ্বিন-জাদেজা হয়ে উঠেন বিপদজনক।  ইয়ং ফিফটি পেলেও আরেক পাশে পড়তে থাকে উইকেট। ড্যারেল মিচেল-গ্লেন ফিলিপস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও জাদেজা-অশ্বিন তাদের থিতু হওয়ার পর পরই ছাঁটেন। অশ্বিন শেষ স্বীকৃত ব্যাটার ইয়ংকে ফেরানোর পর দিনের শেষ দিকে ম্যাট হেনরিকে আউট করেন জাদেজা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৫২ রানে পেয়েছেন ৪ উইকেট। ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন।

 

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago