ক্যারিয়ারের শেষ বেলায় প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

প্রায় ১৮ বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটই খেলছেন সাকিব আল হাসান। এরমধ্যেই দুটি সংস্করণ থেকে অবসরও নিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের এই লম্বা সময়ে পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়ালেও বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তার বোলিং অ্যাকশনে।

একজন অলরাউন্ডার বলে স্বীকৃত হলেও বোলার হিসেবেই প্রতিপক্ষকে বেশি কাবু করেন সাকিব। বাঁহাতি স্পিনে এরমধ্যেই গড়েছেন নানা রেকর্ড। সেই সাকিবকে এবার অ্যাকশন পরীক্ষা দিতে হবে কোনো ল্যাবে। ঘটনাটি কিছুটা বিস্ময় জাগানিয়া হলেও শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই অলরাউন্ডার। এরমধ্যেই বিষয়টি জানানো হয়েছে তাকে।

ভারত সফরের ঠিক আগে, কাউন্টিতে সামরসেটের বিপক্ষে সাকিব ৬০ ওভার বল করে নয়টি উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস এবং স্টিভ ও'শাগনেসি। তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশনের রিপোর্ট করেছেন তা জানা যায়নি।

বিষয়টি সাকিবকে জানানো হলেও, ইসিবি সরাসরি বিষয়টি জানায়নি বিসিবিকে। ডেইলি স্টারকে বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, 'কাউন্টি ম্যাচে, মাঠের একজন আম্পায়ার জানিয়েছেন যে তিনি অ্যাকশনটিকে সন্দেহজনক মনে করেছেন। সাকিব যদি ইংল্যান্ডে আরও ঘরোয়া ক্রিকেট খেলতে চান তবে তাকে একটি পরীক্ষায় উপস্থিত হতে হবে।'

'যদি তাকে ছাড় দেওয়া হয়, তাহলে সে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য দেশের ঘরোয়া ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। বিষয়টি ইসিবি এখতিয়ারের অধীনে এবং আইসিসি বা অন্যান্য বোর্ডের সাথে সম্পর্কিত নয়।'

দীর্ঘদিনের পেশাদার ক্রিকেটে এই প্রথম অবস্থার মুখোমুখি হতে হলো সাকিবকে। তবে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা থাকছে না তার। বিষয়টি কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো ধরণের ক্রিকেটে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে তাকে।

তবে সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিবের। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় বেশ কোণঠাসা অবস্থায় আছেন তিনি। আওয়ামী লিগ সরকারের সদস্য থাকায় টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মিরপুরে চেয়েও পারেননি। সরকারের তরফ থেকে দেশে ফিরতে না বলে দেওয়া হয় তাকে।

তবে সাকিব এই মুহূর্তে পরীক্ষায় অংশ নেবেন কিনা তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখার সময় ডেইলি স্টারের বার্তার জবাব দেননি এই অলরাউন্ডার। তথ্যের জন্য অনুরোধ করার পরেও সারে ক্রিকেট ক্লাব বিষয়টি নিশ্চিত করেনি। বিষয়টি 'অভ্যন্তরীণ' বলে ধারণা করা হচ্ছে এবং সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার পর ইসিবি কোনো প্রেস রিলিজও দেয়নি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

7h ago