কিং-কার্টির সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

Keacy Carty
ছবি: এএফপি

ক্যারিবিয়ান পেসারদের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়া ইংল্যান্ড জুতসই পুঁজি পেয়েছিল ফিল সল্ট, স্যাম কারান, ডান মুসলিদের ব্যাটে। তবে ইংলিশদের আড়াইশ ছাড়ানো পুঁজি মামুলি বানিয়ে দিলেন ব্র্যান্ডন কিং আর কেসি কার্টি। এই দুজনের সেঞ্চুরিতে দাপট দেখিয়ে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার বার্বাডোজে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আগে ব্যাটিং পেয়ে দুই ফিফটিতে ইংল্যান্ড করে ২৬৩ রান। দুই সেঞ্চুরিতে সেই রান টপকে যেতে ৭ ওভার কম খেলতে হয়েছে স্বাগতিক দলের। ১১৭ বলে ১০২ রান করেন কিং, ১১৪ বলে ১২৮ রানের হার না মানা ইনিংস খেলেন কার্টি।

রান তাড়ায় নেমে আগ্রাসী শুরুর পর দলের ৪২ রানে এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০৯ রানের জুটিতে ম্যাচের সব সমীকরণ শেষ হয়ে যায়। ১৩ চার ১ ছক্কায় কিং ১০২ করে ফিরলেও ১৫ চার, ২ ছক্কায় ১২৮ করে অপরাজিত থেকে যান কার্টি।

টস হেরে ব্যাট করতে নেমে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সফরকারীদের টপ অর্ডারে হানা দিয়ে উইকেট ভাগাভাগি করে নিতে থাকেন ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ আর রোমারিও শেফার্ড। চরম বিপর্যস্ত অবস্থায় হাল ধরেন কারান। মুসলির সঙ্গে জুটি গড়েন তিনি। ৫২ বলে ৪০ করে কারান ফেরার পর মুসলি তুলেন ফিফটি। শেষ দিকে জেমি ওভারটন ২১ বলে ৩২, জোফরা আর্চার ১৭ বলে ৩৮ করলে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড। যদিও পরে আর লড়াই জমেনি।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

6h ago