উইকেট হঠাৎই বদলে গিয়েছিল, দাবি মিরাজের

বাংলাদেশ দল যখন বোলিং করে তখন উইকেট থাকে ব্যাটিং সহায়ক, আর যখন টাইগাররা ব্যাটিংয়ে থাকেন তখন উইকেট সাহায্য করে বোলারদের। সামাজিকমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে এই ট্রল ব্যাপক ভাবেই পরিচিত। তবে এইবার বিষয়টা সত্যি বলেই দাবি করলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। অথচ শুরুটা বেশ ভালো করেছিল টাইগাররা। বোলারদের সৌজন্যে লক্ষ্যটা হাতের নাগালেই ছিল তাদের। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ১২০ রান করে ফেলেছিল বাংলাদেশ। এরপর ১৪৩ রানে অলআউট। ২৩ রান করতে হারায় ৮ উইকেট। শেষ সাত উইকেট তো হারায় ১১ রান তুলতে।

দুই ওপেনারকে হারানোর পর বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছিল নাজমুল হোসেন শান্ত ও মিরাজের ব্যাটে। কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও খেলছিলেন সাবলীলভাবেই। এরপর এ দুই ব্যাটারই আউট হয়েছেন প্রতিপক্ষের পাতা ফাঁদে। দুইজন সুইপ করতে গিয়ে টপএজ হয়ে ফিরেছেন। অথচ মিরাজ দায় দিলেন উইকেটের।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, 'যখন আমি আর শান্ত ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভারের পর, বলটা যখন একটু সফট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে; হঠাৎ করে বল খুব টার্ন শুরু হয়ে গেছে। আপনি যদি দেখেন, মাঝখানে আমি আর শান্ত খুব স্ট্রাগল করছিলাম।'

হঠাৎ করেই উইকেটে বল অনেক বেশি টার্ন করছিল দাবি করে বলেন, 'আমাদের দুজন যেভাবে সেট ছিলাম, আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করে আসা উচিত ছিল। কারণ আমি শান্তকে বারবার বলতেছিলাম। এই উইকেটে যেহেতু আমাদের দুজনের সমস্যা হচ্ছে খেলতে, পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে। কারণ হঠাৎ করে উইকেটটা এত টার্ন করছিল।'

'যে স্লো টার্ন করতেছিল, তারপর স্ট্রেট আসছিল; আপনি প্রেডিক্ট করতে পারবেন না কোনটা সোজা যাবে, কোনটা টার্ন করবে। এটা হঠাৎ করে হয়েছিল। ওই সময়টা আমিও ভুল করেছি, শান্তও। এটা নিয়ে আমরা পরে আলোচনা করেছি,' যোগ করেন মিরাজ।

সিরিজে পিছিয়ে পোড়ায় আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে সিরিজে এখনও ভালো করার সুযোগ দেখছেন এই অলরাউন্ডার, 'দেখেন, যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি।'

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago