ফিটনেস টেস্ট দিয়েই খেলতে হবে তামিমকে

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত মে'র শুরুতে। টি-টোয়েন্টি তো আরও দুই দুই মাস আগে। লম্বা সময় পর আবার মাঠে ফিরছেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তবে ফিটনেস টেস্ট দিয়েই মাঠে নামতে হবে তাকে।

ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টও। সেই আসর দিয়েই ফেরা হচ্ছে তার। টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে।

তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন জানান বিসিবির নির্বাচক হান্নান সরকার, 'তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।'

তবে এই টুর্নামেন্ট খেলতে হবে ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে বলেও জানিয়েছেন হান্নান, 'ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।'

উল্লেখ্য, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে এই আসরের ফাইনাল ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

17m ago