গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চায় রংপুর রাইডার্স

Rangpur Riders Press meet

বিপিএল শুরু হবে ডিসেম্বরের শেষ দিকে, তবে নভেম্বরেই মাঠে নেমে যাচ্ছে রংপুর রাইডার্স। বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি খেলতে যাচ্ছে গায়ানায় গ্লোবাল সুপার লিগ নামের এক আসরে। বাংলাদেশের কোন ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক আসরে অংশ নেওয়ার এটাই প্রথম ঘটনা। এই উপলক্ষকে তাই রাঙিয়ে নিজেদের পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করতে চায় রাইডার্স।

২৭ নভেম্বর থেকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দলের নতুন এই আসর। ওয়েস্ট ইন্ডিজ থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া। ২৮ নভেম্বর হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রংপুর।

এই টুর্নামেন্ট খেলতে যাওয়া উপলক্ষে শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হয় রংপুর। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও।

Soumya Sarkar and Mohammad Ashraful
রংপুর রাইডার্সের অনুশীলনে ব্যাটার সৌম্য সরকার ও কোচ মোহাম্মদ আশরাফুল। ছবি: রাইডার্স

তার আশা রংপুর দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে, 'আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।'

দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান যে সুযোগ এবার তারা পেয়েছেন সেটা যেন আগামীতেও পান এই লক্ষ্য থাকবে তাদের, 'আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে কোন ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য।'

'একই সঙ্গে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে।'

গায়ানায় যেখানে খেলা হবে সেখানকার উইকেট বাংলাদেশের মতনই, কন্ডিশনও সহায়ক। প্রধান কোচ মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মিলে এসব সুবিধা কাজে লাগাতে চান সোহানরা,  'আমি গায়ানায় একটা ওডিআই সিরিজ খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।'

রংপুর রাইডার্স স্কোয়াড: সৌম্য সরকার, ওয়েইন ম্যাডসন, সাইফ হাসান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, স্টিভেন টেইলর, মোহাম্মদ সাইফুদ্দিন, হারমিত সিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ম্যাথু ফোর্ড, জ্যাক চ্যাপেল, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি।

 

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

7h ago