হোপ-লুইসের ব্যাটে জিতল ওয়েস্ট ইন্ডিজ

Evin Lewis and Shai Hope

ফিল সল্ট, জ্যাকব বেথেলের ফিফটিতে দুইশো ছাড়ানো শক্ত পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। রান তাড়ায় এভিন লুইস, শেই হোপের ফিফটির পর রোবম্যান পাওয়েল, শেরফাইন রাদারফোর্ডের ঝড়ো ইনিংসে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট লুসিয়ায় চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। আগে ব্যাট করে ২১৮ রানের পুঁজি পেয়েছিল ইংলিশরা। ১ ওভার আগে ওই রান টপকে জিতে যায় ক্যারিবিয়ানরা।

এই ম্যাচ জিতে সিরিজে কেবল ব্যবদান কমাতে পারল তারা। টানা তিন জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে সফরকারী দল। ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা রাখেন তাদের দুই ওপেনার। লুইস ৩১ বলে করেন ৬৮ রান, হোপ ২৪  বলে করেন ৫৪।

বিশাল রান তাড়ায় নেমে লুইস-হোপ আনেন দুরন্ত সূচনা। ঝড়ের গতিতে রান উঠাতে থাকেন তারা। ৯.১ ওভার স্থায়ী জুটিতে চলে আসে ১৩৬ রান! এরমধ্যে ৪ বাউন্ডারি, ৭ ছক্কায় ৬৮ করে থামেন লুইস। হোপও থামেন ওই রানেই। ২৪ বলে ৫৪ করতে ৭ চারের সঙ্গে ৩ ছক্কা মারেন তিনি।

১৩৬ রানেই তৃতীয় উইকেট হারিয়ে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ২ বলে কোন রান না করেই বোল্ড হয়ে যান নিকোলাস পুরান। তবে হঠাৎ ধস সামাল দিয়েছেন পাওয়েল। শেমরন হেটোমায়ারকে এক পাশে রেখে কিছুটা আগানোর পর রাদারফোর্ডকে নিয়ে ছুটেন তিনি। ২৩ বলে ৩৮ করে পাওয়েল ফেরার পর বাকি কাজ ঝটপট সেরেছেন ১৭ বলে ৩ ছক্কায় ২৯ করা রাদারফোর্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ডও। দুই ওপেনার আগ্রাসী মেজাজে ৫ ওভারের মধ্যে পঞ্চাশ পেরিয়ে যান। ১২ বলে ২৫ করে আউট হন হ্যাকস। এরপর জস বাটলারের সঙ্গে আরেকটি জুটি পান সল্ট। ৩৫ বলে ৫৫ করে সল্টের বিদায়ে ভাঙে ৪৮ রানের ওই জুটি। বাটলারও কাজ অসমাপ্ত রেখেই বিদায় নেন ২৩ বলে ৩৮ করে। পরে ইংল্যান্ডের রান বাড়ানোর নায়ক বেথেলের। ৩২ বলে ৪ চার, ৫ ছক্কায় ৬২ করেন তিনি। তার সৌজন্য শক্ত পুঁজি পেয়েছিল সফরকারীরা, যদিও তা নিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি ইংল্যান্ড।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago