সবাই সাদা জার্সিটা পরতে চায়: সালাউদ্দিন

Mohammad Salahuddin

১৪ বছর আগে ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছিলো মোহাম্মদ সালাউদ্দিনের। জাতীয় দলে কয়েক মাস কাজ করার পর তিনি তৈরি করে নেন নিজের আলাদা জায়গা। এরপর জাতীয় দল থেকে বেশ দূরত্বেই ছিলেন তিনি, এবার সেই ওয়েস্ট ইন্ডিজেই সিনিয়র সহকারী কোচের পদে বাংলাদেশ দলে ফিরে ছোট্ট একটা তফাৎ টের পাচ্ছেন সালাউদ্দিন। আগের থেকেও খেলোয়াড়দের বেশি অনুপ্রাণিত দেখছেন তিনি, টেস্ট খেলার জন্যও দেখছেন বাড়তি তাড়না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। শুরু টেস্টের মিশন। অ্যান্টিগায় ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট।

তার আগে অ্যান্টিগায় আছে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দল সেখানে পৌঁছে এখন ব্যস্ত আছে নিজেদের প্রস্তুতিতে। প্রথম দিনের স্কিল অনুশীলন শেষে বিসিবিতে পাঠানো ভিডিও বার্তায় সালাউদ্দিন বলেন, 'সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা ভালো খেলার জন্য মোটিভেটেড। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। ১৪ বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিকস দেখে ভালো লাগছে। এই জায়গায় আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে।'

১৪ বছর আগের থেকেও বর্তমান খেলোয়াড়দের স্বপ্নের পরিধিও বিস্তৃত দেখছেন সালাউদ্দিন, এই জায়গায় তার আশাও চওড়া,  'এই ছেলেদের স্বপ্নও বড়। তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।'

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, কঠিন সিরিজের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে খাটছেন তারা,  'আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিলো। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেইমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিলো। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

9h ago