অস্ট্রেলিয়ায় কোহলি ঠিকই জ্বলে উঠবেন, বিশ্বাস সৌরভের

Virat Kohli

সাম্প্রতিক সময়ে টেস্টে একদমই নীরব বিরাট কোহলির ব্যাট। নিজের সামর্থের ধারেকাছেও রান করতে পারছেন না তিনি। গত ১০ ইনিংসে করতে পারেননি দুইশো রানও। তবে এই বাজে ছন্দ অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকবে বলে মনে করেন না সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে অস্ট্রেলিয়ায় সব সময় ভালো খেলার রেকর্ড বজায় রাখবেন ভারতের সেরা ব্যাটার।

কোহলির সাম্প্রতিক ছন্দটা আসলে চিন্তায় ফেলার মতনই। গত ১০টা টেস্ট ইনিংসে ২১.৩৩ গড়ে মাত্র ১৯২ রান এসেছে তার ব্যাটে। এই দশ ইনিংসের মধ্যে মাত্র একবার ফিফটি পেরিয়েছেন। নিশ্চতভাবেই তাই প্রবল চাপে আছেন ডানহাতি ব্যাটার।

তবে সাবেক অধিনায়ক ও বিসিসিআইর প্রাক্তন সভাপতি মনে করেন কোহলিকে চেনা রূপেই দেখা যাবে এই সিরিজে। অস্ট্রেলিয়ার মাঠে ভালো খেলার ইতিহাস জাগিয়ে দেবে তাকে। ভারতীয় এক গণমাধ্যমকে সৌরভ বলেন,  'অবশ্যই সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। এবং অস্ট্রেলিয়ায় তার সাফল্য আছে। ২০১৪ সালে সে সেখানে চারটা সেঞ্চুরি  করেছে, ২০১৮ সালে করেছে আরেকটা। এই সিরিজে সে ছাপ রাখতে চাইবে। এবং সে এটাও জানে এটাই হয়ত অস্ট্রেলিয়ায় তার শেষ সফর। সব কিছু মিলিয়ে কোহলির জন্য এটা অনেক বড় সিরিজ।' অস্ট্রেলিয়ার মাঠে কোহলির রেকর্ড আসলেই দারুণ।  ১৩ ম্যাচে ৫৪.০৮ গড়ে সেখানে ১ হাজার ৫২ রান আছে তার, করেছেন ৬ সেঞ্চুরি। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩-০ ব্যবধানে হারে ভারত। প্রথমবার কিউইদের বিপক্ষে এমন ফলের শিকার হয় তারা। এই সিরিজে মূলত হতাশ করেন ভারতের ব্যাটাররা। সৌরভ মনে করেন উইকেটের কারণেই হয়েছে এমনটা। অস্ট্রেলিয়ায় ভালো উইকেটে নিজেকে মেলে ধরতে পারবেন কোহলি,  'আমি নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বেশি কিছু পড়তে চাই না। পিচ ভালো ব্যাট করার জন্য উপযুক্ত ছিলো না। অস্ট্রেলিয়ার কন্ডিশন সে উপভোগ করবে। সেখানে ভালো পিচ আছে। অস্ট্রেলিয়ায় বিরাট খুব ভালো কিছু করবে বলে মনে করছি।'

২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি।

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

13m ago