পাকিস্তানকে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে এবারই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। তাতে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ লড়াই প্রত্যাশা ছিল ক্রিকেট ভক্তদের। তবে এই সিরিজ অনেকটাই পানসে হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
সোমবার বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রান তাড়ায় নেমে ৫২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জশ ইংলিসের দল।
এদিন অবশ্য নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া মাঠে নামে পাকিস্তান। আগের দুই ম্যাচে ব্যর্থ অধিনায়ক এদিন বিশ্রাম নিয়েছেন। তার জায়গায় এদিন দলের নেতৃত্ব দেন সালমান আলী আগা। টস জিতে ব্যাটিং বেছে নেন তিনি। দলীয় ১৭ রানে ওপেনিং জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ভালো প্রতিরোধ গড়ে দলটি।
আগের দুই টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ৩ রানে আউট বাবর আজম অবশ্য এদিন টিকেছিলেন। দ্বিতীয় উইকেটে হাসিবউল্লাহ খানের সঙ্গে ৪৪ রানের একটি ভালো জুটিও গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর বলার মতো আর কোনো জুটি গড়ে ওঠেনি। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
অ্যাডাম জাম্পার বলে বোল্ড হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন বাবর। ২৮ বলে ৪টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস। ২৪ রান আসে হাসিবউল্লাহর ব্যাট থেকে। শেষদিকে ১৬ রান করেন শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট পান অ্যারন হার্ডি। এছাড়া ২টি করে শিকার স্পেন্সার জনসন ও জাম্পার।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ৩০ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক ইংলিসকে নিয়ে প্রতিরোধ গড়েন মার্কাস স্টয়নিস। ৫৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর ইংলিস ফিরে গেলে বাকি কাজ টিম ডেভিডকে নিয়ে শেষ করেন স্টয়নিস। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ২৭ বলে সমান ৫টি করে চার ও ছক্কায় এই ইনিংস সাজান তিনি। ২৭ রান করেন ইংলিস।
Comments