প্রথম সেশনে শাহাদাতকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

Shahadat Hossain Dipu
ফাইল ছবি

তরুণ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন মুমিনুল হক। জুটিও গড়েছিলেন তারা। শাহাদাতের সামান্য মনঃসংযোগের ঘাটতিতে ভাঙে এই জুটি। এরপর লিটন দাসকে নিয়ে দলের হাল ধরেছেন অভিজ্ঞ মুমিনুল। লাঞ্চের আগ পর্যন্ত ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন এ দুই অভিজ্ঞ ব্যাটার।

রোববার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে ১০৫ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ৩৪৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। ফলোঅন এড়াতে এখনও ১৪৬ রান করতে হবে তাদের।

আগের দিনই দ্রুত দুই উইকেট হারানোর পর মুমিনুলের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে আউট হন শাহাদাত। ফিরেছেন অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে। তার অফ স্টাম্পের সামান্য বাইরে রাখা বলে লাইনে যেতে পারেননি এই তরুণ। ব‍্যাটের কানা স্লিপে দাঁড়ানো কেভাম হজের হাতে জমা পড়লে বিদায় নেন শাহাদাত। ৭১ বলে ১৮ রান করেন তিনি।

শাহাদাতের বিদায়ের পর লিটনকে নিয়ে হাল ধরেছেন মুমিনুল। লাঞ্চের আগ পর্যন্ত ৭৮ বলে গড়েছেন অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি। মুমিনুল ৩৮ রানে ব্যাটিং করছেন। বল মোকাবেলা করেছেন ৯৮টি। ৩৮ বলে ২১ রানে ব্যাট করছেন লিটন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago