প্রথম সেশনে ৩ উইকেট পেয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

দিনের শুরুতেই বিস্ময়কর সিদ্ধান্ত। ১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করে টাইগাররা। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই তিন উইকেট তুলে নেয় ক্যারিবিয়ানদের।

সোমবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৬১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্বাগতিকদের লিড দাঁড়ায় ২৪২ রানে। এর আগে ৯ উইকেটে ২৬৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ।

সকালে অবশ্য দিনের তৃতীয় ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন। তার বলে ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। কিন্তু তৃতীয় স্লিপে ক্যাচ লুফে নিতে পারেননি শাহাদাত হোসেন। পরের বলেও উইকেট পেতে পারতেন তাসকিন। রিভিউ নিলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়তেন মিকাইল লুইস।

তবে পরের ওভারে ফিরেই লুইসকে ফেরান তাসকিন। তার অফস্টাম্পের বাইরে রাখা লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন এই ওপেনার। ১৮ বলে ৮ রান করেন তিনি। তবে ব্যাট লাগলেও বুঝতে পারেননি লুইস। রিভিউ নিয়েছিলেন। রিপ্লেতে দেখা যায় কিপারের হাতে যাওয়ার আগে হালকা ছুঁয়ে যায় তার ব্যাট।

তিনে নামা কেসি কার্টিকেও টিকতে দেননি তাসকিন। অফস্টাম্পের বেশ বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন কার্টি। বল ব্যাটের বাইরে দিকের কানায় লেগে চলে যায় তৃতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। ১৩ বলে ৩ রান করেন এই ব্যাটার।

পরের ওভারে ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরান শরিফুল। তার লেন্থ বলে পুশ করতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে। একেবারে মাটি ছুঁইছুঁই উচ্চতায় দারুণ ক্যাচ লুফে নেন জয়। তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেন মাঠের আম্পায়ার। ৩৫ বলে ২৩ রান করেন অধিনায়ক।

এরপর কাভেম হজকে নিয়ে দলের হাল ধরেছেন আলিক আথানেজ। লাঞ্চের আগ পর্যন্ত দেখে শুনেই কাটিয়ে দিয়েছেন এ দুই ব্যাটার। এরমধ্যেই অবিচ্ছিন্ন ২২ রানের জুটি গড়েছেন তারা। আথানেজ ১৬ ও হজ ১০ রানে ব্যাটিং করছেন।

Comments

The Daily Star  | English

46th BCS written exam postponed amid protests

Md Zahirul Islam Bhuiyan, a PSC member, announced in front of the protesters that the scheduled date for the 46th Bangladesh Civil Service written exam (May 8) would be postponed

55m ago