জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল পাকিস্তান

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে স্রেফ উড়ে গিয়েছিলো পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে নিজেদের ফিরে পেল তারা। লো স্কোরিং ম্যাচে সাইম আইয়ুবের সেঞ্চুরিতে জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

রোববার প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের ২০৫ রান তাড়ায় ৬০ রানে ৬ উইকেট হারিয়েছিল পাকিস্তান। ২১ ওভারের পর বৃষ্টিতে আর খেলা না হলে ডার্ক ওয়ার্থ ও লুইস পদ্ধিতিতে ৮০ রানে জিতেছিলো জিম্বাবুয়ে। এবার পাকিস্তান জিতল ১০ উইকেটে।

বুধবার বুলাওয়েতে এবার আগে ব্যাটিং বেছে আবরার আহমেদের স্পিনে কাবু হয়ে ১৪৫ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ৩৩ রানে ৪ উইকেট নেন আবরার।

মামুলি রান তাড়ায় আব্দুল্লাহ শফিককে এক পাশে রেখে ঝড় তুলেন সাইম। মাত্র ৬২ বলে ১৭ চার, ৩ ছক্কায় ১১৩ রান করেন বাঁহাতি ব্যাটার। শফিক করেন ৪৮ বলে ৩২ রান।

দুই দলের তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার একই ভেন্যুতে। এরপর বুলাওয়েতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

Comments