বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ

বিস্ময় জাগিয়ে প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও পুরো ব্যাটিং করতে পারেনি টাইগাররা। শরিফুল ইসলাম মাথায় আঘাত পাওয়ায় আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে বড় ব্যবধানেই হারতে হয় বাংলাদেশকে।
মঙ্গলবার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে এসে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটে ১৩২ রান করার পর থেমে যায় টাইগারদের ইনিংস।
পরাজয়ের পথটা পরিষ্কার হয়ে গিয়েছিল আগের দিনই। সাত উইকেট হারিয়ে লেজ বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। পঞ্চম দিনে অপেক্ষা ছিল কতোটুকু লড়াই করতে পারে টাইগাররা। তবে খুব বেশি আগাতে পারেননি। সাত ওভারের মধ্যেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের অফস্টাম্পের সামান্য বাইরে রাখা বলে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান।
জাকের এক প্রান্ত আগলে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু খুব বেশিদূর আগাতে পারেননি তিনিও। আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তার বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের। ৫৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।
এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে আলজেরির জেডেন সিলসের বলে শরিফুল মাথায় আঘাত পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন। মাঠে ফিজিও ঢুকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর কোনো ঝুঁকি নেননি তারা। শেষ হয় বাংলাদেশের ইনিংস।
Comments