টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে জুতসই পুঁজি গড়া সুবিধাজনক ভাবছেন বাংলাদেশ অধিনায়ক। আট মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা এই ম্যাচে ভরসা করছে স্পিনারদের উপর।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মোশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।
আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস, আভা কেনিং, লাউরা ডেলানি, সারাগ ফর্বেস, এমি হান্টার, আরলেন কেলি, আইমি ম্যাগুয়ের, ওরলা প্রেডারগেস্ট, লেহ পল, উনা রায়রায়ন্ড হুই, ফ্রেয়া সারজেন্ট।
Comments