র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিন-জাকেরের

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছেন জাকের আলী ও তাসকিন আহমেদ। তার প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বেশ বড় লাফ দিয়েছেন এই দুই ক্রিকেটার।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন। ১৬ টেস্টের ক্যারিয়ারে আগে তিনবার চার উইকেট পেলেও ফাইফার পাওয়া হয়নি। সেদিন ৬৪ রানের খরচায় পান ৬ উইকেট। তাতে র‍্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে ১৬ ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই পেসার।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম পাঁচ ধাপ পিছিয়ে নেমে গিয়েছেন ২৩ নম্বরে। এক ধাপ নেমে ২৬ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ দুই ধাপ নেমে ৫৭ নম্বর এবং শরিফুল ইসলাম চার ধাপ নেমে আছেন ৬৭ নম্বরে। 

ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে জাকের আলীর। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে করেন ৫৩ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩১ রান। তাতে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ২৪ ধাপ উন্নতি করেছেন এই তরুণ। বর্তমানে তার অবস্থান ৮৪তম স্থানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন যৌথভাবে মুশফিকুর রহিম ও লিটন দাস। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যাওয়া মুশফিক এক ধাপ পিছিয়ে আছেন ৩২ নম্বরে। অন্যদিকে দুই ইনিংসে ৪০ ও ২২ রান করে এক ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গে যৌথভাবে ৩২ নম্বরে আছেন লিটন।

এক ধাপ এগিয়ে মুমিনুল হক আছেন ৪৭ নম্বরে। বোলিংয়ে অবনমন হলেও ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ৬৭তম স্থানে আছেন মিরাজ। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। তিন ধাপ এগিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন তিনি।

এদিকে পার্থ টেস্টে দারুণ বোলিং করা জাসপ্রিত বুমরাহ উঠেছে এসেছেন টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে। ব্যাটিংয়ে শীর্ষেই আছেন ইংল্যান্ডের জো রুট। অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

44m ago