ফিটনেস পরীক্ষায় উতরে এনসিএলে খেলার অপেক্ষায় তামিম

ছবি: ফিরোজ আহমেদ

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেও ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে মাঠে। তামিম ইকবালকে এমনটাই সাফ জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষা দিয়েছেন এই ওপেনার। তাতে উতরে গিয়েই এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টও। সেই আসর দিয়েই ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরজন্য বাধা হয়ে ছিল ফিটনেস টেস্ট। বিসিবি এক সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্টে পাশ করেছেন তামিম।

অনেক দিন থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচে নেই তামিম। সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত মে'র শুরুতে। টি-টোয়েন্টি খেলেছেন আরও দুই মাস আগে। ফিটনেস ফিরে পেতে গত মাস থেকেই অনুশীলনে ঘাম ঝরানো শুরু করেন। দিয়েছেন ফিটনেস পরীক্ষাও। ফলে এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না তার।

এবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে ফাইনাল ম্যাচটি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। সেখানে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago