অ্যাডিলেড টেস্টের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

Josh Hazlewood

পার্থে প্রথম টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে নামতে পারবে না পুরো শক্তি নিয়ে। স্বাগতিক দলের জন্য খারাপ খবর হয়ে এসেছে জশ হ্যাজেলউডের ইনজুরি। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি, বাকি সিরিজ নিয়েও আছে অনিশ্চয়তা।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, 'লো গ্রেড লেফট সাইড চোটে ভুগছেন হ্যাজেলউড। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চালিয়ে যাবেন ৩৪ বছর বয়েসী পেসার।'

হ্যাজেলউডের বদলি হিসেবে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। এই দুজনেই আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। তবে অ্যাবট ও ডগেটকে মূলত ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে। হ্যাজেলউডের জায়গায় খেলার কথা আগে থেকেই স্কোয়াডে থাকা স্কট বোল্যান্ডের। বোল্যান্ড এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে নিয়েছেন ৩৫ উইকেট। কাজেই ভরসা করার মতই পারফর্মার তিনি।

অস্ট্রেলিয়ার জন্য আরও শঙ্কার কথা আছে। ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শের খেলা কিছুটা অনিশ্চিত। এই শঙ্কা থেকে স্কোয়াডে ডাকা হয়েছে অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে।

আগামী শুক্রবার অ্যাডিলেডে শুরু হবে দিবারাত্রীর দ্বিতীয় টেস্ট।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago