কার্সের তোপের পর নিউজিল্যান্ডকে অনায়াসে হারাল ইংল্যান্ড

Brydon Carse
উইকেট নিয়ে কার্সের উল্লাস। ছবি: এক্স

আগের দিনই জেতার কাজটা এগিয়ে রেখেছিলো ইংল্যান্ড। চতুর্থ দিনে নেমে হয়েছে স্রেফ আনুষ্ঠানিকতা। ৬ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিলেন ব্র্যান্ডন কার্স। পরে ছোট রান তাড়ায় টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করে ম্যাচ শেষ করে দিলেন জ্যাকব বেথেল।

ক্রাইস্টচার্চ টেস্টে রোববার নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১০৪ রানের লক্ষ্য সফরকারী দল পেরিয়ে গেছে ১২.৪ ওভারে।

৬ উইকেটে ১৫৫ রান নিয়ে খেলতে নেমে আর ৯৯ রান যোগ করতে পারে কিউইরা। যার মধ্যে ড্যারেল মিচেল একাই করেন ৫৩ রান। আগের দিনের অপরাজিত থাকা এই ব্যাটার ৮৪ রান করে ফেরেন কার্সের বলে। কার্স পরে গ্লেন ফিলিপস, ন্যাথান স্মিথ, ম্যাট হেনরিদের তুলে নিয়ে দ্রুত মুড়ে দেন স্বাগতিক ইনিংস।

ছোট রান তাড়ায় দ্বিতীয় ওভারেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। তবে বেন ডাকেটকে নিয়ে ছুটে যান বেথেল। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। ডাকেট ১৮ বলে ২৭ করে থামলেও ৩৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন বেথেল। জো রুট নেমে ১৫ বলে করেন অপরাজিত ২৩ রান। ব্যাটাররা শেষটা টানলেও বোলিং ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা হয়েছেন ব্র্যান্ডন কার্স।

এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে গেল ১-০ ব্যবধানে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

19h ago