ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নেই সাকিব, অনেক অদল-বদলের ওয়ানডে দল

najmul hossain shanto and shakib al hasan

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার মধ্যে থাকলেও তাকে দেখা যাবে না আরেকটি সিরিজে। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে সিরিজটি মিস করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তরুণ পারফর্মার তাওহিদ হৃদয়। এছাড়া ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। শান্ত না থাকায় ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

এক সিরিজ পর দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস। দলে এসেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। চোট কাটিয়ে ফিরেছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। শান্ত, মুশফিক, হৃদয় চোটের কারণে নেই, মোস্তাফিজ নেই ছুটি নেওয়ায়। এছাড়া সর্বশেষ সিরিজের দল থেকে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জাকির হাসান।

সাকিবের না থাকার আভাস অবশ্য আগেই মিলেছিল। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হওয়া ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন। কিন্তু আপাতত সেই আশাও মলিন। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে দলে দেখা গেল না। আফগানিস্তানের বিপক্ষে না থাকার কারণ হিসেবে অনুশীলন ঘাটতির কথা বলা হলেও বর্তমানে তিনি খেলার মধ্যেই আছেন। সাকিবকে নিয়ে বিসিবির অবস্থান পরিস্কার নয়। তবে তার না থাকার পেছনে দেশের ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক বিষয় জড়িত বলে আলোচনা আছে। 

৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। 

 

 

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

1h ago