ম্যাচে এখনো ‘ভারসাম্য’ আছে, মনে করছে ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় দিন শেষে ম্যাচ একদম হেলে ছিলো ওয়েস্ট ইন্ডিজের দিকে, তৃতীয় দিনে আমূল বদলে যায় পরিস্থিতি। নাহিদ রানার ঝলকে এখন জ্যামাইকা টেস্টে বাংলাদেশই চালকের আসনে আছে বলা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেইভস মনে করছেন ম্যাচে এখনো দুই দলের সমান ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করছে।

তৃতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের সহজেই আড়াইশো ছাড়ানো লিড দেয়া এখন সম্ভব বাংলাদেশের। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২১২ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই টেস্টে। সেদিক থেকেও বাংলাদেশের অবস্থান এখন শক্ত।

তবে গ্রেইভস মনে করছেন ম্যাচ সমান সুযোগ এখনো আছে তাদের,  'আসলে আমি মনে করি ম্যাচে এখনো ভারসাম্য আছে। আমরা প্রথম ইনিংসে একদম ভালো ব্যাট করিনি। ম্যাচে যা অবস্থা তাতেও মনে করি এখনো ভারসাম্য আছে।'

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৬৪ রানে গুটিয়ে দিলেও স্রেফ ১৪৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। তরুণ পেসার নাহিদ রানা ৬১ রানে নেন ৫ উইকেট। দুই দলের প্রথম ইনিংসই দুইশোর বেশ আগে থেমে যাওয়ার পরও স্যাবাইনা পার্কের উইকেটকে ব্যাটারদের জন্য কঠিন মনে করছেন না গ্রেইভস,  'উইকেট যে খুব চ্যালেঞ্জের তা মনে হচ্ছে না। আমরা আসলে অনেকগুলো উইকেট আলগা দিয়ে এসেছি। আমি মোটামুটি নিশ্চিত দ্বিতীয় ইনিংসে অনেক ভালো ব্যাট করব।'

৫ উইকেটে ১৯১ রান করে ২১১ রানে এগিয়ে থাকা বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে চায় স্বাগতিকরা। তা কত সেই ধারণাও দিয়েছেন তিনি,  'ওরা যত রানের লক্ষ্যেই দেক। ওদের রানটাকে আমাদের বেশি মনে করা যাবে না। আমরা চাইব লক্ষ্যটা যেন ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যে থাকে। উইকেট বেষ ভালো, আমাদের ব্যাটাররা সেট হলে ২৭৫ রান তাড়ার জন্য ভালো স্কোর।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

15h ago