গ্লোবাল সুপার লিগে আলো ছড়ালেন কামরুল রাব্বি

Rangpur Riders

বাংলাদেশের ক্রিকেটে কামরুল ইসলাম রাব্বি অনেকটা হারিয়ে যাওয়া নাম। এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন বটে, তবে জাতীয় দলের কাছাকাছি যাওয়া হয় না আর তার। রাব্বি অবশ্য টি-টোয়েন্টিতে সর্বোচ্চ মঞ্চে যে পারফর্ম করতে পারেন সেটা দেখালেন। তার দারুণ বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়রকে হারিয়েছে রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে গায়ানাকে ১৫ রানে হারায় রংপুর। মাত্র ১১৭ রানের পুঁজি নিয়েও এই জয় পাইয়ে দিতে ১৩ রানে ৪ উইকেট নেন রাব্বি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন ১০২ রানে।

১১৮ রানের লক্ষ্যে নামা গায়ানাকে দ্বিতীয় ওভারেই এলোমেলো করে দেন ডানহাতি পেসার। নিজের প্রথম বলে সুইংয়ে কাবু করে এলবিডব্লিউ করেন ডোয়াইন প্রিটোরিয়াসকে। এক বল পরই মঈন আলি তার বলে দেন কিপারের হাতে ক্যাচ। পরের বলে শিমরন হেটমেয়ারকে বোল্ড করে দেন তিনি। তার দাপটে ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে গায়ানা। শেষ দিকে রোমারিও শেফার্ডকে ফিরিয়ে রাব্বি নেন নিজের চতুর্থ উইকেট।

তার বোলিংয়ে টানা দুই হারের পর জয় পায় রংপুর। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল তারা।

এদিন আগে ব্যাট করতে নেমে প্রিটোরিয়াস ও আরেক বাংলাদেশি তানজিম হাসান সাকিবের তোপে পড়ে রংপুর। ২৭ রানে তারা হারিয়ে বসে ৪ উইকেট। এরপর খুশদিল শাহ ৪৭ বলে ৫৮ করে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। তা নিয়ে দারুণভাবে জ্বলে উঠেন বোলাররা। রাব্বি ছাড়াও দারুণ বল করেছেন হারমিত সিং। ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার ১২ রানে পেয়েছেন ৪ উইকেট।

ফাইনালে যেতে হলে শুক্রবার শেষ ম্যাচে জেতার রানরেটের হিসাবও করতে হবে রংপুরকে।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago