অ্যাটকিনসনের ইতিহাস গড়া হ্যাটট্রিকের পর ইংল্যান্ডের বিশাল লিড

gus atkinson

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এর আগে অনেক টেস্ট হলেও হ্যাটট্রিক ছিলো না কোন বোলারের৷ এবার সেই ইতিহাস গড়লেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। তাতে অল্প রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। বড় লিড পাওয়ার পর তা আরও বিশাল করে নিচ্ছে ইংল্যান্ড।

শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষেই পুরো টেস্ট ইংল্যান্ডের নিয়ন্ত্রণে। ৫ উইকেট হাতে নিয়ে ৫৩৩ রানে এগিয়ে আছে তারা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে স্রেফ ১২৫ রানে গুটিয়ে যায় কিউইরা। ১৫৫ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে আরও ৩৭৮ রান যোগ করে নিল তারা। জো রুট ৭৩ ও বেন স্টোকস ৩৫ রান করে ক্রিজে আছেন।

৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড শুরুতেই হারায় টম ব্যান্ডেলকে। ব্র্যান্ডন কার্সের বলে বোল্ড হয়ে যান তিনি। খানিক পর উইলিয়াম ও'রর্কিকেও তুলে নেন কার্স।

ন্যাথান স্মিথ-গ্লেন ফিলিপস মিলে দলকে তিন অঙ্ক পার করে ভদ্রস্থ জায়গায় নিচ্ছিলেন। তা হতে দেননি অ্যাটকিনসন। ৩৫তম ওভারে টানা তিন বলে স্মিথ, ম্যাট হেনরি আর টিম সাউদিকে আউট করে হ্যাটট্রিক করে বসেন তিনি। নাম লেখান ইতিহাসে।

বড় লিড পেয়ে খেলতে নেমে দ্বিতীয় ওভারে জ্যাক ক্রলিকে আরালেও বেন ডাকেট-জ্যাকব বেলের আগ্রাসী অ্যাপ্রোচে কোন সমস্যা হয়নি ইংল্যান্ডের। এই দুজন মিলে গড়েন ১৮৭ রানের বিশাল জুটি। সেঞ্চুরির কাছে গিয়ে ফেরেন দুজনেই। ডাকেট ৯২ করে বোল্ড হন সাউদির বলে। ৯৬ করা বেলকেও এলবিডব্লিউতে ফেরান সাউদি। এরপর হ্যারি ব্রুক থেমে ৬১ বলে দ্রুত ৫৫ করে আউত হলেও রুট ছিল স্থির। স্টোকসকে নিয়ে নিউজিল্যান্ডের স্পর্শের বাইরে নিয়ে যাচ্ছেন লক্ষ্য।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

7m ago