নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল ইংল্যান্ড

England

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতে গিয়ে ঐতিহাসিক জয় পেলেও ঘরের মাঠে পুরোপুরি ভিন্ন অবস্থা নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না তারা। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টেও বিশাল ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে তারা।

রোববার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিনে হয়েছে অনেকটা আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই।

৫৮৩ রানের রেকর্ড রান তাড়ায় থাকা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫৯ রানে থামিয়ে দেয় সফরকারী ইংল্যান্ড। তাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক বেন স্টোকস। মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ক্রিস ওউকস, ব্র্যান্ডন কার্স, শোয়েব বসিররা নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা গাস অ্যাটকিনসন এবার একটির বেশি উইকেট পাননি।

প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ৩৭৮ রান। তৃতীয় দিনে নেমে তারা দ্রুত রান বাড়াতে থাকে। আগের দিনের অপরাজিত ৭০ ছাড়ানো ইনিংসকে তিন অঙ্কে নিয়ে যান জো রুট। টেস্টে এটি তার ৩৬তম সেঞ্চুরি। চারশো ছাড়ানোর পর ইনিংস ঘোষণা করে দেন নিজে ৪৯ রানে থাকা স্টোকস।

এরপরই প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে থাকে ইংলিশরা। তৃতীয় ওভারে ডেভন কনওয়েকে বোল্ড করেন ওউকস। ৭ম ওভারে তার বলে বিদায় নেন কেইন উইলিয়ামসন। টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্র দ্রুত ফিরলে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা। দলের চরম বিপদে জুটি বাধেন ড্যারেল মিচেল-টম ব্ল্যান্ডেল। দুজনে মিলে দলকে তিন অঙ্ক পার করার পর  ৩২ করে বিদায় নেন মিচেল। বাকি পথে প্রায় একাই রান বাড়িয়েছেন ব্ল্যান্ডেল। ১০২ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দলের হারের ব্যবধান কমিয়ে ৪২ রান করেন ন্যাথান স্মিথ।

 

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

13m ago