ইংল্যান্ডের টম ও স্যাম কারানের ভাই বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ে দলে

ছবি: সংগৃহীত

বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার। বড় ভাই টম কারান ও ছোট ভাই স্যাম কারান প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের। ভাইদের পথে না হেঁটে বাবাকে অনুসরণ করলেন বেন কারান। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে তিনি এবার জায়গা করে নিলেন জিম্বাবুয়ের জাতীয় দলে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেখানে ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বেনকে রেখেছে তারা। প্রথমবারের মতো আফ্রিকার দেশটির জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

১৯৯৬ সালের ৭ জুন ইংল্যান্ডের নর্দাম্পটনে জন্মগ্রহণ করেন বেন। তার বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতেখড়ি হয় সেখানেই। ২০১৮ সালের আগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে টি-টোয়েন্টি দিয়ে স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয় তার। একই দলের জার্সিতে ওই মাসে প্রথম শ্রেণির ক্রিকেট ও পরের বছর এপ্রিলে লিস্ট 'এ' ক্রিকেটে পা রাখেন। তিনি জিম্বাবুয়ের ঘরোয়া পর্যায়ে খেলা শুরু করেন ২০২২ সাল থেকে। ব্যাট হাতে আলো ছড়ানোয় অল্প সময়ের মধ্যে দেশটির জাতীয় দলের দরজা খুলে গেছে তার জন্য।

জিম্বাবুয়ের চলমান লিস্ট 'এ' প্রতিযোগিতা প্রো-ফিফটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বেন। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেছেন ২৫৮ রান। তার গড় ৬৪.৫০ ও স্ট্রাইক রেট ৮৬.২৮। দেশটির প্রথম শ্রেণির প্রতিযোগিতা লোগান কাপেও এখন পর্যন্ত তিনিই রান সংগ্রাহকদের তালিকার সবার ওপরে। চার ম্যাচের সাত ইনিংসে ৭৪.১৪ গড়ে তার রান ৫১৯। তার ব্যাট থেকে এসেছে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি।

২০১২ সালে পরলোকগমন করেন বেনের বাবা কেভিন। ডানহাতি পেসার জিম্বাবুয়ের হয়ে ১১ ওয়ানডে খেলে ৯ উইকেট নিয়েছিলেন। পরে দলটির সহকারী কোচ হিসেবেও কাজ করেন তিনি। তার বড় ছেলে টম ও ছোট ছেলে স্যাম ভিন্ন পথে হেঁটে বেছে নিয়েছেন ইংল্যান্ডকে। দুজনই ইতোমধ্যে তিন সংস্করণেই দেশটির জার্সি গায়ে জড়িয়েছেন।

২৬ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার স্যাম খেলেছেন ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি। মোট ১৭৬৮ রান ও ১৩৪ উইকেট রয়েছে তার নামের পাশে। ২৯ বছর বয়সী ডানহাতি অলরাউন্ডার টম খেলেছেন ২ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি। সবমিলিয়ে ৪৩৩ রানের পাশাপাশি ৬৫ উইকেট শিকার করেছেন তিনি।

নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী ১১, ১৩ ও ১৪ ডিসেম্বর। এরপর ওয়ানডে সিরিজের খেলাগুলো মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। সবগুলো ম্যাচেরই ভেন্যু হারারে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago