'ভারতীয় খেলোয়াড়রা স্লেজিং করেছে, আমরা ফিরিয়ে দিয়েছি'

যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। সেই চাপ আরও বাড়াতে বাংলাদেশি যুবাদের স্লেজিং করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। তবে কম যায়নি যুবা টাইগাররাও। কড়া জবাব দিয়েছেন মাঠেই। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে একাধিকবার। তবে এমন জবাব দেওয়াটা জরুরী ছিল বলেই মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।  

ফাইনাল ম্যাচে রোববার বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে খেলোয়াড়দের। কয়েকবার হয়েছে উত্তপ্ত কথার লড়াই। তার সঙ্গে ম্যাচ জিতেও জবাব দিয়েছে বাংলাদেশ। ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হয় দলটি। যুবাদের ১৯৮ রানের জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

সোমবার ট্রফি নিয়ে দেশে ফিরে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। দেশে ফিরে মিডিয়ার সঙ্গে কথা বলেন অধিনায়ক আজিজুল। টুর্নামেন্টে ২৪০ রান করে যিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও।

ফাইনালে ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখানোর কারণ জানিয়ে তামিম সাংবাদিকদের বলেন, 'তারা (ভারতীয় খেলোয়াড়রা) স্লেজিং করেছে, এবং আমরা তা ফিরিয়ে দিয়েছি... জিততে হলে আপনাকে কিছু আগ্রাসন দেখাতে হবে, কিছু স্লেজিং করতে হবে।'

ফাইনালে ভারতকে হারানোর আগে, সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানকে স্বাচ্ছন্দ্যে পরাজিত করে যুবারা। সাত উইকেটের জয়ের দিনে ৪২ বলে অপরাজিত ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেন আজিজুল। সেই ম্যাচেও কিছুটা উত্তপ্ত হয়েছিল পরিবেশ।

সেই ম্যাচের একটি ঘটনা জানিয়ে আজিজুল বলেন, 'আমি একটি ফ্রি হিট মিস করেছিলাম। একজন পাকিস্তানি ফিল্ডার আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি বলটি দেখেছ?" এরপর, আমি একটি ছক্কা মারলাম এবং তারপর তাকে জিজ্ঞাসা করলাম, "তুমি কি এইবার বল দেখেছ?"'

যুব এশিয়া কাপ জয়ের পর এবার যুবাদের লক্ষ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২৬ সালে যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। তবে এশিয়া কাপ জয়ে নিজেদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান অধিনায়ক, 'এশিয়া কাপ জিতে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি। ভারত ও পাকিস্তানের মতো দলকে হারানোও আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা এই আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। আমাদের সামনে কয়েকটি সিরিজ এবং তারপর বিশ্বকাপ। আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করবো।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

5h ago