জাতীয় লিগ টি-টোয়েন্টি

প্রথম ম্যাচেই ১০ ছক্কায় জিসানের সেঞ্চুরি

Jisan Alam
সেঞ্চুরির পর জিসান আলম। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের শুরুর ম্যাচেই দারুণ সেঞ্চুরিতে রাঙালেন জিসান আলম। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেলেন ডানহাতি ব্যাটার। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বুধবার ৫৩ বলে ঠিক ১০০ রান করে আউট হন। ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তৌফিক খান তুষারের ছায়ায় আড়াল ছিলেন জিসান। তুষার ১৭ বলে ২৯ করে ফিরে যাওয়ার পর ডানা মেলতে থাকেন জিসান। তবে ফিফটি পর্যন্ত তার ইনিংস চলছিল মাঝারি তালে।

ফিফটির পর আরাফাত সানি জুনিয়রের অফ স্পিন পেয়ে খুনে মেজাজ ধারণ করেন তিনি। এই স্পিনারের ওভারের প্রথম বল বাদ দিয়ে বাকি পাঁচ বলেই ছক্কায় উড়ান তিনি।

এরপর দ্রুত আরও দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বুই। নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করে দুহাত উঁচিয়ে ধরেন তিনি, অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার স্মরণীয় ইনিংস।

জিসানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে সকালে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর। দুই মাঠেই দেখা গেছে বড় রান। আউটার মাঠে বরিশালের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯২ রান করেছে ঢাকা মেট্রো। মেট্রোর দুই ওপেনার ইমরানুজ্জামান ৩৩ বলে ৫৩ ও নাঈম শেখ ৩৫ বলে করেন ৬৫ রান।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

1h ago