পয়েন্ট হারিয়েও ইতিবাচক দিক দেখছেন রিয়াল কোচ

Carlo Ancelotti

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলার সুযোগ ছিলো রিয়াল মাদ্রিদের। কিন্তু সেই সুযোগ হারিয়েছে তারা। রায়ো ভায়কানোর মাঠে গিয়ে ৬ গোলের ম্যাচ করেছে ড্র। তবে এতেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে যায় রিয়াল। তবে ম্যাচে ফিরতেই দেরি করেনি।  ৩৯ মিনিটে ফেদরিকো ভালবার্দে ব্যবধান কমানোর পর ৪৫ মিনিটে সমতা আনেন জুড বেলিংহ্যাম। বিরতির পর রদ্রিগোর গোলে এগিয়েও যায় স্প্যানিশ জায়ান্টরা। তবে এই লিড রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে।

এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়েই রইল রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Rodrygo

তবে ম্যাচ শেষে আনচেলত্তির কণ্ঠে স্পষ্ট হার এড়াতে পেরেই কিছুটা স্বস্তিতে তিনি,  'এটা পরিপূর্ণ এক ম্যাচ ছিলো কিছু ভুলসহ। কিন্তু আমার মনে হয় চূড়ান্ত ফলাফলে এতটা ক্ষতিগ্রস্ত হইনি।'

'আমি মায়ার্কো, লাস পালমাসের বিপক্ষে ড্রগুলো নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু এখন আমাদের একটা শরীরী ভাষা আছে যা নতুন বছরের জন্য প্রতিশ্রুতিশীল।'

ম্যাচটা ড্র হলেও বেশ কিছু ঘাটতি নিয়ে খেলতে নামা রিয়াল যে অ্যাপ্রোচে খেলেছে সেটা আশাবাদী করছে কোচকে। সামনের বছর তাই ভালো কিছুর প্রত্যাশায় তিনি,  '২০২৫ সালে সামনে তাকিয়ে ইতিবাচক দেখছি। আমি হয়ত ভুল হতে পারি। খেলোয়াড়দের কাছ থেকে তীব্র ইচ্ছা আর উৎসাহ দেখা ভালো ব্যাপার।'

এই ম্যাচে চোটের কারণে ছিলেন না কিলিয়ান এমবাপে। ভিনিসিউস জুনিয়রকেও প্রথম একাদশে নামানি আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ব্যাপারে একটু সতর্ক পথে চলছেন বলে জানান তিনি,  'সে চোট থেকে ফিরেছে, আমরা চেয়েছি তার ব্যাপারে সতর্ক থাকতে। সে  একটা ভালো ম্যাচ খেলেছে।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago