বিধ্বংসী ব্যাটিংয়ে আসরের দ্রুততম ফিফটি আকবরের

Akbar Ali
ছবি: বিসিবি

সাব্বির হোসেনের ফিফটিতে বিশাল সংগ্রহ পেয়েছিল রাজশাহী বিভাগ। তবে চ্যালেঞ্জিং পুঁজি যেন অনেকটা তুড়ি মেরে উড়িয়ে দিলেন তানবীর হায়দার ও আকবর আলি। বিশেষ করে রংপুরের অধিনায়ক আকবর ছিলেন বিধ্বংসী। যৌথভাবে আসরের দ্রুততম ফিফটিও করলেন তিনি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের টি-টোয়েন্টিতে রাজশাহীকে ৭ উইকেটে হারায় রংপুর বিভাগ। আগে ব্যাট করে ১৮৯ করে রাজশাহী। রান তাড়ায় ২ ওভার আগেই খেলা শেষ করে দেয় রংপুর। তানবীর হায়দার ৪৫ বলে ৭১ করে ফিরলেও আকবর ২৯ বলে ৪ চার, হাফ ডজন ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। ডানহাতি কিপার ব্যাটার ফিফটি পার হন স্রেফ ১৯ বলে। যা এবারের আসরের দ্রুততম ফিফটি। এর আগে সিলেটের তৌফিক খান তুষারও ১৯ বলে ফিফটি করেছিলেন। 

১৯০ রানের লক্ষ্যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন তানবীর। ২৫ করে রিজওয়ান ফেরার পর আব্দুল্লাহ মামুনও দ্রুত আউট হন। এরপর আকবর নেমে শুরু করেন ঝড়। ২৩৪.৪৮ স্ট্রাইকরেটে ব্যাট করে ম্যাচ দ্রুত শেষ করে দেন তিনি।

সকালের আরেক ম্যাচে আউটার মাঠে ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। আবারও মেট্রোর হয়ে বড় অবদান রেখেছেন দলটির অধিনায়ক নাঈম শেখ। ১৯০ রানের পুঁজি পেতে ৫৪ বলে ৬৯ রান করেছেন তিনি, এছাড়া শামসুর রহমান শুভ ২২ বলে করেন ৪৩ রান। রনি তালুকদারের (১৯ বলে ৩৯) আগ্রাসী শুরুর পর আরিফুল ইসলামও টানছিলেন। কিন্তু থিতু হয়ে তারা থেমে গেলে জেতার পথে যেতে পারেনি ঢাকা।  ঢাকাকে ১৭১ রানে আটকে দিতে ৩৮ রানে ৪ উইকেট নেন আনিসুল ইসলাম।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

5h ago