বিজয় দিবসে সাবেকদের নিয়ে শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশের ম্যাচ

Mirpur Sher-e-Bangla National Cricket Stadium

বরাবরের মতন এবারও মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দল বানানো হয়েছে। বর্তমান খেলোয়াড়দের ব্যস্ততায় এবারও ম্যাচটিতে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২০ ওভারের ম্যাচ। মুশতাক একাদশের হয়ে খেলবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, অন্য দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারও আছেন এই দলে। আছেন হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপি, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নুর মতন তারকারা।

শহীদ জুয়েল একাদশে রাখা হয়েছে সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকদের পাশাপাশি শাহরিয়ার নাফীসও আছেন এই দলে। 

বর্তমানে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিজয় দিবসের দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামবে তারা। এদিকে দেশের প্রথম সারির বাকি সব ক্রিকেটার আছেন সিলেটে। তারা ব্যস্ত জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরে। ফলে এবারও এই বিশেষ প্রদর্শনী ম্যাচে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।

শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ: রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফীস, তালহা জুবাইর।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

51m ago