আমার ভূমিকা হচ্ছে বলটা মারা: শামীম

Shamim Hossain Patwari

জাতীয় দলের বাইরে এক বছর থাকার পর ফিরে শামীম হোসেন পাটোয়ারি দেখালেন তিনি এবার নিজেকে আরো শাণিত করে এসেছেন, এবার জায়গাটা পোক্ত করতেই নিজেকে নিংড়ে দিতে চান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ মিলিয়ে কেবল ৩০ বল খেলেছেন শামীম। তবে ওই ৩০ বল থেকে তুলেছেন ৬২ রান।  প্রথম ম্যাচে ১৩ বল ২৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৭ বলে ৩৫। ব্যাট করার জন্য কঠিন, মন্থর ও টার্নিং উইকেটে তার এই ইনিংসগুলোর জন্য যথেষ্ট পুঁজি সংগ্রহ করতে পারে বাংলাদেশ।

বুধবার সিরিজ জেতার ম্যাচে একশোর কাছাকাছি থেমে যাওয়ার শঙ্কায় ছিলো দল। আটে নেমে শামীম বাংলাদেশকে নিয়ে যান ১২৯ রানে, যা থেকে আসে ২৭ রানের জয়।

ম্যাচ সেরা হয়ে এই তরুণ তৃপ্ত কণ্ঠে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন দলের দেওয়া ভূমিকা স্মরণ করে খেলেছেন তিনি,   'আমি খুব খুশি। দীর্ঘদিন পর ফিরে ভালো খেললাম। আমার হচ্ছে ফিনিশারের ভূমিকা এবং আমার ভূমিকা হচ্ছে বল মারা। গত কয়েক মাসে অনেক কঠোর পরিশ্রম করেছি।'

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে বললেন আরেকটু বিস্তারিত,  'দল যেরকমই থাকুক, আমি খেলতে পারলে দল উপরের দিকে যাবে। আমি ইতিবাচক খেলার চেষ্টা করি।'

গত বছরের ডিসেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিভিন্ন ক্যাম্পে কাজ করেছেন শামীম। হাই পারফরম্যান্স স্কোয়াড (এইচপি), ইমার্জিং দলের হয়ে খেলেছেন। এই ম্যাচগুলোতে ভালো খেলা তাকে আবার বিশ্বাস ফিরিয়ে দিয়েছে, 'আমি এর মাঝে যতগুলো ম্যাচ খেলেছি এইচপি দলের হয়ে বলেন বা অস্ট্রেলিয়া ট্যুরে বলেন বা ইমার্জিং কাপ বলেন ভালো করেছি। ওগুলোর জন্য আত্মবিশ্বাস পেয়েছি।'

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago