ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

Sheikh Mahedi Hasan

ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার ফল পর র‍্যাঙ্কিংয়ে পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে বোলাররা। এই সংস্করণে নিজেদের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। তাতে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন শেখ মেহেদী। সিরিজ সেরা হওয়া এই অফ স্পিনিং অলরাউন্ডার বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতন ঢুকেছেন সেরা দশে। ১৩ ধাপ এগিয়ে এখন তার অবস্থান দশে।

এই সিরিজে তিন ম্যাচে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচ করে ৮ উইকেট নেন মেহেদী।

দারুণ বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ, ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ফলে তিনিও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিন এখন এগারোতে।

লেগ স্পিনার রিশাদ হোসেনও তিন ম্যাচে নেন ৬ উইকেট। এতে ২১ ধাপ লাফ দিয়েছেন তিনি। ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে রিশাদের অবস্থান ১৭ নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে দলের অন্যতম নায়ক হাসান মাহমুদ সিরিজে ৪ উইকেট নিয়ে এগিয়েছেন ২৩ ধাপ, তিনি আছেন ২১ নম্বরে। বাকিদের মতন এতটা ভালো না করেও ১৬ ধাপ উত্তরণ হয়েছে তানজিমের, এই ডানহাতি পেসারের অবস্থান ৪৫ নম্বরে।

সন্তানের জন্ম উপলক্ষে ছুটিতে থাকায় সিরিজটি খেলেননি মোস্তাফিজুর রহমান, বাঁহাতি কাটার মাস্টার ৭ ধাপ পিছিয়ে গেছেন, তিনি এখন অবস্থান করছেন ২৬ নম্বরে।  টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতনই এক নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য কোন সুখবর নেই।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

41m ago