সাকিব না থাকায় ক্রিকেটাররাও হতাশ: সুজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর থেকে প্রতিটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। পারফর্মারও করেছেন নিয়মিত। সেই ক্রিকেটারকে এবার দেখা যাবে না এই আসরে। স্বাভাবিকভাবেই হতাশ তার ভক্ত-সমর্থকরা। তবে তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররাও হতাশ বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

দেশের ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ তারকা হলেও ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে আওয়ামী লিগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন সাকিব। হয়েছিলেন সংসদ সদস্যও। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কোণঠাসা তিনি। তার বিপক্ষে হয়েছে হত্যা মামলাও। দেশে ফিরতে চাইলেও সরকারী মহল থেকে আসতে নিষেধ করা হয়। সে ধারাবাহিকতায় বিপিএলে দেখা যাচ্ছে না তাকে।

বিপিএলে একাধিকবার সাকিবের কোচ ছিল সুজন। তার অধীনেই অধিনায়ক হিসেবে (ঢাকা ডায়নামাইটসের হয়ে) প্রথম শিরোপার স্বাদ পান সাকিব। স্বাভাবিকভাবেই সাবেক শিষ্যকে বিপিএলে না দেখে কিছুটা হতাশ সুজন, 'সারা দেশে সাকিবিয়ান তো অনেক। (দর্শক আগ্রহে) একটু তো প্রভাব ফেলবেই। কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সাকিব না থাকা তো আমাদের সবার জন্যই একটা...'

ক্যারিয়ারের শেষ দিকে রাজনীতিতে যোগ দিলেও সাকিবের পরিচয় ক্রিকেটার বলেই জানান সুজন, 'সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি। হয়তো ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনীতি করেছে। তবে সারা বাংলাদেশ ওকে চেনে ক্রিকেটার হিসেবে।'

'ওর উত্থান ক্রিকেটার হিসেবে। সারা বিশ্বে পরিচিতি ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারব না। তবে ওই ৭-৮ মাস সময়টা ওর এত লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে। সেখানে আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম...' যোগ করেন ঢাকা ক্যাপিটালস কোচ।

সাকিব না থাকায় সমর্থকদের মতো ক্রিকেটাররাও হতাশ বলে জানালেন এই কোচ, 'দেশের একটা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না। ক্রিকেটাররাও সবাই হতাশ আমার মনে হয়। সবাই হয়তো মাইকের সামনে বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ। কারণ সাকিব সব ক্রিকেটারের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাইকে সব ভাবে সহযোগিতা করে সে। তো খারাপ লাগছে, এটাই।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago