গার্দিওলার শঙ্কা, আগামী চ্যাম্পিয়ন্স লিগে নাও থাকতে পারে ম্যানসিটি

পেপ গার্দিওলা। ছবি: এএফপি

এক মৌসুম আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শেষ ১৪ মৌসুম ধরে নিয়মিত এই আসরে খেলছে তারা। সেই দলটিই কি-না আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ এই আসরে খেলা নিয়ে শঙ্কায় রয়েছে। তাও খোদ দলটির প্রধান কোচ পেপ গার্দিওলাও মেনে নিচ্ছেন বিষয়টি।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের আর কোনো দলই ধারাবাহিক নয়। যদিও রেকর্ডটি সিটিজেনদের দখলে নেই। আর্সেনাল এর আগে ১৯৯৮ সালে থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ১৯৯৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা খেলেছে।

কিন্তু বর্তমানে লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে সিটি। যদিও চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। তবে সাম্প্রতিক সময়ে একেবারে কোণঠাসা অবস্থায় রয়েছে সিটিজেনরা। শেষ ১২ ম্যাচের ৯টিতেই হার। জয় মাত্র একটি। অবস্থা এতোটাই বাজে যে তলানির দলও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য।  

"আমি যখন আগেও বলেছিলাম, মানুষ হাসছিল। তারা বলেছিল, 'চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা কোনো বড় সাফল্য নয়। কিন্তু আমি জানি এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই দেশ থেকে অনেক ক্লাব এ রকম অবস্থার মধ্য দিয়ে গেছে। তারা বহু বছর ধরে প্রভাবশালী ছিল, কিন্তু তারপর বহু বছর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি," চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বলেন গার্দিওলা।

আগামী মৌসুমে ইউরোপের সর্বোচ্চ এই আসরে নিজেদের জায়গা যে ঝুঁকিপূর্ণ তা মানছেন এই স্প্যানিশ কোচ, "গত কয়েক বছর ধরে একমাত্র দল যারা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে ছিল, সেটা হলো ম্যানচেস্টার সিটি। এখন আমরা ঝুঁকিতে আছি, অবশ্যই আছি। এটা নিশ্চিত।"

শেষ পর্যন্ত জায়গা না পেলে তার দায় নিজেদেরই নিতে হবে বলে জানান এই কোচ, "আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে আমরা বাদ পড়ে যাব। যদি আমরা কোয়ালিফাই করতে না পারি, তাহলে সেটা হবে আমাদের যোগ্যতার অভাবে, কারণ আমরা প্রস্তুত ছিলাম না, এবং আমাদের অনেক সমস্যা ছিল যা আমরা সমাধান করতে পারিনি।"

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago