প্লেয়ার্স ড্রাফটের আগে এনসিএল টি-টোয়েন্টি চান তামিম

দেশের ক্রিকেটারদের দীর্ঘ দিনের চাওয়া ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি আরও একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে এবার সেই চাওয়া পূরণ হয়েছে তাদের। তবে এই টুর্নামেন্টটা বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে হলে আরও বেশি ভালো হবে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয় এনসিএল টি-টোয়েন্টি। ১৩ দিনের এই টুর্নামেন্টে খেলেছেন শুধু দেশের ক্রিকেটাররা। সেখানে জ্বলে উঠেছেন খেলোয়াড় যারা এবার বিপিএলে দল পাননি। এই আসরের পারফরম্যান্সে কেউ কেউ অবশ্য দল পেয়েছেন। আগের দিন ঢাকা ক্যাপিটালস আলাউদ্দিন বাবুকে এবং দুর্বার রাজশাহী দল নিয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
এনসিএলের পারফরম্যান্সে রংপুর রাইডার্স তাদের দলে নিয়েছে বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুলকে। যুব দলের ওপেনার জাওয়াদ আবরারকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে এর আগে পরীক্ষিত হলেও এবার শুরু দল পাননি মেহেদি হাসান রানা। পরে এনসিএলের পারফরম্যান্সে তাকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তেমনি টিপু সুলতানকে নিয়েছে সিলেট।
তবে টুর্নামেন্টটি যদি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে হতো তাহলে তাতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করে ফ্র্যাঞ্চাইজিরা দল গোছাতে পারতেন বলে মনে করেন তামিম, 'টুর্নামেন্টের উদ্যোগটা ভালো আমি আশা করি পরের বছর এটা বিপিএলের ড্রাফটের ঠিক আগে হবে। তাহলে যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারা বুঝতে পারবে কাকে নিবে বা কাকে না নেবে।'
'এটা যদি একই ফরম্যাটে ঐ সময়েই হয় তাহলে ভালো। এ সময়ের জন্য হয়তো ফরম্যাটটা বড় ছিল কারণ খেলোয়াড়রা খেলার মধ্যে ছিল। কিন্তু এটা যদি সেপ্টেম্বরে হয় তাহলে যদি ২০ দিনে (প্রতি দলের) ৭টা ম্যাচ খেলানো যায় তাহলে আমার কাছে মনে হয় এটা খুব ভালো উদ্যোগ।'
তবে সবমিলিয়ে এই টুর্নামেন্ট আয়োজনে দারুণ খুশি তামিম, 'আমার কাছে মনে হয় টুর্নামেন্টটা (এনসিএল) খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমার কাছে মনে হয় এটা বেশিই লম্বা ছিলো। এটা মাথায় রাখতে হবে ডোমেস্টিক ক্রিকেটার যারা ছিলেন ওরা কিন্তু দুইমাস ধরে চারদিনের ক্রিকেট খেলেছে। তারপর ওরা ১৩ দিনে ৯টা টি-টোয়েন্টি খেলেছে। আবার ৩-৪ দিনের ব্রেকে ওরা বিপিএলের মতো টুর্নামেন্ট খেলবে, এখানেও চোটে পড়ার শঙ্কা থাকে।'
উল্লেখ্য, এনসিএল টি-টোয়েন্টি থাকায় সাত মাসের লম্বা বিরতির পর আগেভাগেই মাঠে ফিরতে পেরেছেন তামিম। চট্টগ্রামের হয়ে চারটি ম্যাচ খেলে দুটি ফিফটিসহ করেছেন ১৯০ রান। অন্যথায় বিপিএল দিয়ে মাঠে ফিরতে হতো তাকে।
Comments