ওলমোর জন্য অর্ধেক মূল্যে ভিআইপি আসন বিক্রি করছে বার্সা!

বার্সেলোনার আপিল প্রত্যাখ্যান করেছে উচ্চ আদালতও। ফলে হুমকির মুখে পড়েছে দানি ওলমো ও পাউ ভিক্তরের চুক্তি। তাতে একটি লিভার সক্রিয় করা ছাড়া কোনো বিকল্প থাকছে না তাদের। এরজন্য ন্যু ক্যাম্পের ভিআইপি আসনগুলো বিক্রি করে দিচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সেটাও অর্ধেক মূল্যে!

সোমবার ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করানোর পরিকল্পনায় উচ্চ আদালতে আপিল করেছিল বার্সেলোনা। কিন্তু আরও একবার ধাক্কা খেল তারা। এর আগে তাদের প্রত্যাখ্যান করেছিল বার্সেলোনার বাণিজ্যিক আদালত ১০। তাই বাধ্য হয়ে 'প্ল্যান বি'তেই হাঁটছে ক্লাবটি। কারণ আজকের (৩ ডিসেম্বর) মধ্যে চুক্তি করতেই হবে তাদের।

গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের সাধারণ সভায় 'প্ল্যান বি' অনুমোদিত হয়। যেটা হলো স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের ভিআইপি আসনগুলো বিক্রি করে দেওয়া। প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন ইউরো সংগ্রহের পরিকল্পনা থাকলেও, একটি কাতারি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে আগামী ২০ বছরে ১০০ মিলিয়ন ইউরো আয়ের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

এই অর্থ দিয়ে লা লিগার অনুমোদনে ওলমো এবং ভিক্তরকে নিবন্ধন করার পাশাপাশি ১:১ নীতিতে ফিরে আসতে পারবে বার্সেলোনা। একই সঙ্গে স্বাভাবিকভাবে দলবদলের বাজারে অংশগ্রহণ করতে পারবে ক্লাবটি। যদিও স্বাভাবিক পরিস্থিতিতে এই ধরনের চুক্তি মেনে নিত না ক্লাবটি। কিন্তু সময়ের অভাব এবং বিকল্পের অভাবে এটি কার্যকর করতে বাধ্য হচ্ছে তারা। জানা গেছে এরমধ্যেই লা লিগা বরাবর আবেদন করেছে তারা।

তবে আর্থিক অসঙ্গতি মেটাতে এবং লা লিগার ফেয়ার প্লে নিয়ম ও বেতন সীমার সমস্যা সমাধানে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকবারই সফর করেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। নাইকির সঙ্গে নতুন স্পনসরশিপ চুক্তি বা আদালত থেকে সহায়তা কোনোটাই সমস্যার পূর্ণ সমাধান করতে পারেনি।

এদিকে শেষ পর্যন্ত যদি কোনো কারণে লিভার সক্রিয় করেও ওলমো ও ভিক্তরকে চুক্তি করাতে না পারে বার্সেলোনা, তাহলে তাদের ছেড়ে দিতে হবে বিনামূল্যে। ভিক্তরের জন্য খরচ কম (প্রায় ৩ মিলিয়ন ইউরো) হলেও ওলমোকে তারা কিনেছে বিশাল অঙ্ক খরচ করে। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে আরবি লাইপজিগ থেকে তাকে পেতে ৬২ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি।

সেক্ষেত্রে ওলমোকে বিনামূল্যে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাবই। ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড আগ্রহী। দুটি ক্লাবই এবার বেশ ধুঁকছে ইংলিশ প্রিমিয়ার লিগে। নিজেদের শক্তি বৃদ্ধি করতে এই জানুয়ারির ট্রান্সফারের সদ্ব্যবহার করতে চায় ক্লাবদুটি।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago