'এক বলে' ১৫ রান ও 'টাইমড আউট'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বেশ কিছু মজার কাণ্ডই হয়েছে। অফিসিয়ালি এক বল হতেই চিটাগং কিংসের পুঁজি ছিল ১৫ রান। এছাড়া ব্যাটার টম ও কোনেলকে টাইমআউট করেও করেনি খুলনা টাইগার্স।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চিটাগং। বল করতে আসেন ওসেন থমাস। প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার নাঈম ইসলাম। কিন্তু পরে দেখা যায় সেটা ছিল নো-বল। বেচে যান ওপেনার। যদিও ফ্রি হিট কাজে লাগাতে পারেননি নাঈম।
এরপর আরও একটি নো-বল, সেটা ছক্কা মারেন নাঈম। পরে দুটি ওয়াইড দেওয়ার পর ফের আরও একটি নো-বল করেন থমাস। সেটা থেকে নাঈম বাউন্ডারি আদায় করে নিলে অফিসিয়ালে এক বলে রান আসে ১৫। যা রীতিমতো বিস্ময়কর।
এছাড়া আরও একটি মজার ঘটনা ঘটে ম্যাচটিতে। হায়দার আলী আউট হওয়ার পর মাঠে ঢুকতে কিছুটা দেরি করেন ও কোনেল। এমনকি পার হয়ে যায় নির্ধারিত দেড় মিনিট। তখন আম্পায়ারের কাছে আবেদন করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার আউটের সংকেতও দেন।
তবে কি ভেবে তখন মত বদলান মিরাজ। ও কোনেল যখন সাজঘরের দিকে হাঁটা দিয়েছেন তখন ফের ডেকে আনেন তাকে। যদিও জীবন কাজে লাগাতে পারেননি এই প্রোটিয়া ব্যাটার। মোহাম্মদ নাওয়াজের করা সে ওভারে নিজের প্রথম বলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফের হাঁটা দেন তিনি।
Comments