বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড 

Taskin Ahmed

দারুণ ছন্দে থাকার প্রমাণ দিলেন তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে গড়লেন রেকর্ড, ঢাকা ক্যাপিটালসের ইনিংস গুঁড়িয়ে একে একে নিলেন ৭ উইকেট। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। তিনি ভেঙে দেন পাকিস্তানি মোহাম্মদ আমিরের রেকর্ড। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির, যা এতদিন ছিলো বিপিএলের সেরা বোলিং ফিগার। 

তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-টোয়েন্টিতেও তৃতীয় সেরা।  স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার সাজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে ২০২৩ সালে মালয়েশিয়ার এই বোলার ৮ রানে নেন ৭ উইকেট। এরপরের অবস্থান কলিন আকারম্যানের। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে নেন ৭ উইকেট।

তাসকিনের আগুনে দিনেও অবশ্য খুব কম রান করেনি ঢাকা। ৯ উইকেটে তারা থামে ১৭৪ রানে।  এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই বাড়তি বাউন্সে কাবু করেন লিটন দাসকে। হকচকিয়ে যাওয়া লিটন ক্যাচ দেন স্লিলে। চতুর্থ ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে কিপারের হাতে দেন ক্যাচ। 

১৭তম ওভারে আবার আঘাত হানেন তাসকিন। তার বলে এবার ফেরেন ৫০ রান করা শাহাদাত হোসেন দিপু। ওই ওভারে তিনি ফেরান চতুরঙ্গ ডি সিলভাকেও। কুয়াশায় ঢাকা দিনে এক প্রান্তে রান উঠলেও তাসকিনকে মারা হচ্ছিল কঠিন। নিজের শেষ ওভারের হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন স্রেফ ২ রান। 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago