পরিবারের সঙ্গে কথা বলে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিবেন তামিম

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নানা নাটকীয় কাণ্ডে অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। দলে ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরমধ্যেই সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও রয়েছে তার ফেরার গুঞ্জন। তবে সে সিদ্ধান্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করেই নিবেন দেশ সেরা এই ওপেনার।

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বর্তমানে সিলেটে রয়েছেন তামিম। বুধবার বরিশালের টিম হোটেলে তার সঙ্গে আলোচনা করেন জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই আলোচনাতে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তামিম। পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নিবেন বলে জানান লিপু।

কী ধরণের আলোচনা হয়েছে তা বর্ণনা করে সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেন, 'আজ আমরা, নির্বাচক প্যানেল, তামিম ইকবালের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেছি। আমরা ক্রিকেট নিয়েও কথা বলেছি, যেহেতু আমরা সবাই সাবেক ক্রিকেটার, যদিও এখন নির্বাচকের ভূমিকা পালন করছি।'

'সামনে আমাদের একটি বড় টুর্নামেন্ট আছে। কিন্তু এমন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব নয়। এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা এখানে বোর্ডের প্রতিনিধি হিসেবে এসেছি। কিন্তু এমন ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ একজন খেলোয়াড়ের তার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় কোচের সঙ্গে আলোচনা করার বিষয় থাকে, যা সিদ্ধান্ত গ্রহণের আগে প্রয়োজন,' যোগ করেন লিপু।

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী রোববারের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে বিসিবিকে। চাইলে দল ঘোষণার পরও পরিবর্তন আনার সুযোগ রয়েছে পরের এক মাসেও। তবে দিন দিয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম।

এদিন তামিমের সঙ্গে কথা বলতে সিলেটে আসেন প্রধান নির্বাচক লিপু। বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার আগে থেকেই ছিলেন সিলেটে। সকাল ১১টার দিকে বৈঠক শুরুর পর লম্বা সময় ধরে আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে তামিমকে ফেরার অনুরোধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এ গ্রুপে তাদের পরবর্তী দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago