থিকসানার হ্যাটট্রিকের পরও হারল শ্রীলঙ্কা

রাচিন রবিন্দ্র ও মার্ক চাপম্যানের ব্যাটে বেশ বড় পুঁজি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ দিকে মহেশ থিকসানার হ্যাটট্রিকে কিছুটা নিয়ন্ত্রণ আনে লঙ্কানরা। তবে শুরু থেকে জ্বলে ওঠেন নিউজিল্যান্ডের বোলাররা। তাতে কামিন্দু মেন্ডিসের লড়াইও যথেষ্ট হয়নি শ্রীলঙ্কার জন্য। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে কিউইরা।

বুধবার সেড্ডন পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের পরিধি কমে ৩৭ ওভারে আসায় প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৫ রান তোলে কিউইরা। জবাবে ৩০.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। দলীয় ২২ রানেই চার উইকেট হারিয়ে বড় চাপে পরে দলটি। এরপর কামিন্দুর সঙ্গে কিছুটা লড়াই করেন জেনিথ লিয়ানাগে। স্কোর বোর্ডে ৫৭ রান যোগ করেন এ দুই ব্যাটার। জেনিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাথান স্মিথ।

এরপর চামিন্দু বিক্রমাসিংহের সঙ্গে দলের হাল ধরেন কামিন্দু। ৪৭ রানের আরও একটি জুটি গড়েন তারা। কিন্তু এ জুটি ভাঙতেই ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। ১৬ রানের ব্যবধানে শেষ ছয়টি উইকেট হারালে বড় ব্যবধানেই হারতে হয় তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন কামিন্দু। ৬৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস। জেনিথ ২২ ও চামিন্দু ১৭ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩১ রানের খরচায় ৩টি উইকেট নেন উইল ও'রুর্কে। ২টি শিকার জ্যাকব ডাফির।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাচিন ও চাপম্যানের ব্যাটেই লড়াইয়ের পুঁজির ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর সেই ভিতে ইমারত গড়েন বাকি ব্যাটাররা। তবে শেষ দিকে থিকসানার হ্যাটট্রিক কিছুটা পিছিয়ে দেয় তাদের। শেষ ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬৩ রানের বেশি করতে পারেনি তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন রাচিন। ৬৩ বলে ৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। ৫৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন চাপম্যান। যেখানে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩৮ রান আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। শ্রীলঙ্কার পক্ষে ৪৪ রানের খচায় ৪টি উইকেট নেন থিকসানা। ২টি শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago