আশেপাশে কিছু লোক ভালো হতে দিচ্ছে না আমাকে: সাব্বির

শব্দগুলো নতুন কিছু নয় সাব্বির রহমানের জন্য। এর আগেও অসংখ্যবার শৃঙ্খলতাজনিত কারণে নিষেধাজ্ঞা পেয়েছেন। দিয়েছেন বড় অঙ্কের জরিমানা। এরপর ক্ষমা চেয়েছেন। ভালো হয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। কিন্তু আদতে কোনো লাভ হয়নি। ফের একই কাণ্ড। এবার বললেন, 'আশেপাশে কিছু লোক ভালো হতে দিচ্ছে না আমাকে'।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের আরও একটি হারের ম্যাচে ভালো ব্যাটিং করেছেন সাব্বির। যদিও মাঝে সহজ জীবন পেয়েছেন। জীবন কাজে লাগিয়ে ৩৩ বলে খেলেছেন ৮২ রানের ইনিংস। যেখানে ৯টি ছক্কা মেরেছেন এই ড্যাশিং ব্যাটার। যদিও দলকে জেতাতে যথেষ্ট হয়নি তার ইনিংস।
তবে সাব্বিরের ঝড়ো ইনিংসের সঙ্গে তার শৃঙ্খলাভঙ্গের বিষয়টিও উঠেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। যেখানে এর দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন ঢাকার এই ব্যাটার, 'ছোট থেকেই তো হ্যান্ডেলিং করছি ভাইয়া সবকিছু মিলে। নিজেকে কীভাবে সামলাবো। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তবা বুঝতে পারে নাই।'
'ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন,' যোগ করেন সাব্বির।
ঢাকা পর্বে তিন ম্যাচ খেললেও কোনো ম্যাচে সুযোগ মিলেনি সাব্বিরের। যদিও তারা সব ম্যাচেই হেরেছিল। তখন সাব্বিরকে না খেলানোর বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। পরে দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলাভাঙ্গের কারণে দলে নেওয়া হয়নি সাব্বিরকে। অনুশীলনে যোগ না দেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছিল তাকে।
Comments