সফরে পরিবারের সঙ্গে দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন কোহলিরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর খেলোয়াড়দের উপর বেশ কঠোর হতে যাচ্ছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। খেলোয়াড়দের পরিবারের বিদেশ সফরের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সংস্থাটি। দলীয় বাসে ভ্রমণ বাধ্যতামূলক করার প্রস্তাবসহ দল সংস্কারের বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা।

সম্প্রতি বিসিসিআই পরিচালকদের নিয়ে একটি পর্যালোচনা সভায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। বিসিসিআইয়ের একটি সূত্র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস  জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে ছয় সপ্তাহের বেশি দীর্ঘ সফরে খেলোয়াড়দের পরিবারের উপস্থিতি দুই সপ্তাহে সীমিত থাকবে।

এই প্রসঙ্গে এক দলীয় কর্মকর্তা জানান, 'বিবাহিত খেলোয়াড়রা অনুশীলনের পরে একা থাকতে পছন্দ করতেন, ফলে দলীয় ডিনার হতো না, যা সাধারণত দলীয় সংস্কৃতি গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ খেলোয়াড়রা নিজেদের মতো থাকত।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, অফফর্মে থাকা রোহিতকে সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারেনি তারা। বারবার ব্যাটিং ব্যর্থতা এবং কিছু নির্বাচনী সিদ্ধান্তও সমালোচিত হয়েছে।

১২ জানুয়ারির পর্যালোচনা সভায়, যেখানে রোহিত ও প্রধান কোচ গৌতম গম্ভীরও উপস্থিত ছিলেন, বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা খেলোয়াড়দের দলীয় বাসে ভ্রমণ বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন। অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ পরিবারসহ আলাদা আলাদা শহরে যাতায়াত করেছেন। এছাড়া গম্ভীরের ব্যক্তিগত সহকারী সফরে দলের সঙ্গে থাকার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

২০১৬ থেকে ২০১৯ সালে কোহলি ও রবি শাস্ত্রী অধিনায়ক ও কোচ থাকাকালীন সময়ে পরিবারের সফর নীতিতে শিথিলতা আনা হয়। ২০১৫ সালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কোহলির তৎকালীন বান্ধবী এবং বর্তমান স্ত্রী আনুশকা শর্মাকে সফরে যোগ দেওয়ার অনুমতি দেন শাস্ত্রী। কোহলির সেরা পারফরম্যান্সের অনেকগুলো এই সময়ে এসেছিল।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago