চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই নরকিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন পেসার আনরিখ নরকিয়া। আইসিসির কোনো ওয়ানডে ইভেন্ট এলেই যেন তার চোটে পড়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। চোটের কারণে এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও মিস করেছিলেন এই পেসার।

অবশ্য গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নরকিয়া। পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তার। তবে নেটে অনুশীলনের সময় তার পায়ে আঘাত লেগে আঙুল ভেঙে যায়। এরপর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি, এমনকি তার এসএ টি-টোয়েন্টিতেও নয়।

নরকিয়ার পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নতুন খেলোয়াড়ের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় এগিয়ে আছেন জেরাল্ড কোয়েৎজি। গত নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানের টেস্টে গ্রোইনের চোট পাওয়ার পর আবার জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলায় ফিরেছেন।

অভিজ্ঞতার কারণে নরকিয়াকে বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হোয়াইট-বল কোচ রব ওয়াল্টার, যিনি দলের একমাত্র নির্বাচকও এবং আশা করেছিলেন তিনি পুরোপুরি ফিট থাকবেন। 'তিনি একজন চূড়ান্ত পেশাদার। তিনি নিজের যত্ন নেন, ফিটনেস ধরে রাখেন। আমার পক্ষ থেকে আমি তার ওপর আস্থা রাখি যে তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন,' সোমবার বলেছিলেন ওয়াল্টার।

কিন্তু এর ৪৮ ঘণ্টার মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার স্ক্যান করিয়েছেন নরকিয়া। এবং ৫০ ওভারের এই টুর্নামেন্টের জন্য সময়মতো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার। ফলে বিকল্প ভাবতেই হচ্ছে তাদের।

শুধু নরকিয়া নন, দক্ষিণ আফ্রিকান অনেক পেসারদের জন্যই সময়টা ভালো যাচ্ছে না। বেশ কয়েকজন ফাস্ট বোলার চোটে আক্রান্ত হয়েছেন, যেখানে নরকিয়ার চোট সবচেয়ে গুরুতর। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে নন্দ্রে বার্গার এবং হাঁটুর চোটে লিজাড উইলিয়ামস পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তবে গ্রোয়েনের চোট কাটিয়ে ফিরেছেন কোয়েৎজি ও লুঙ্গি এনগিডি। অন্যদিকে ভাঙা আঙ্গুল অনেকটাই সেরে উঠেছে উইয়ান মুল্ডারের।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago