ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহ-শামি-জয়সওয়াল

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারত। না থাকার গুঞ্জন থাকলেও আছেন পেসার জাসপ্রিত বুমরাহ। লম্বা সময় পর ওয়ানডে স্কোয়াডে ফেরানো হলো আরেক পেসার মোহাম্মদ শামিকে। আর প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেলেন ওপেনার যশস্বী জয়সওয়াল।

শনিবার ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে চমক নেই। বরাবরের মতো অধিনায়ক হিসেবে রয়েছেন ব্যাটার রোহিত শর্মা। সহ-অধিনায়কের বাড়তি দায়িত্ব পেয়েছেন আরেক ব্যাটার শুবমান গিল। একই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

বুমরাহ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছিল অনেক আলোচনা। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষদিকে চোটে পড়েন তিনি। ওই সফরে প্রচুর বোলিংয়ের কারণে তার শরীরের ওপর ধকল পড়েছে। এতে চলতি মাসের শুরুতে সিডনিতে পঞ্চম টেস্টের শেষদিনে বল করতে পারেননি। বুমরাহর ফিটনেস নিয়ে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে পেসার হার্শিত রানাকে। প্রথম দুটি ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে আছে সংশয়।

এক বছরের বেশি সময় পর ৫০ ওভারের ক্রিকেটের স্কোয়াডে ডাক পড়েছে শামির। তিনি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর গোড়ালিতে অস্ত্রোপচার ও হাঁটুর সমস্যার কারণে তার মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হয়েছে।

সেরে ওঠায় জায়গা পেয়েছেন স্পিনার কুলদীপ যাদবও। গত বছরের নভেম্বরে হার্নিয়া অস্ত্রোপচারের পর থেকে আর কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা হয়নি তার। আর ১৯ টেস্ট ও ২৩ টি-টোয়েন্টি খেলা জয়সওয়াল আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

ব্যাটিং লাইনআপে রোহিত, কোহলি, গিল ও জয়সওয়ালের পাশাপাশি আছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও রিশভ পান্ত। দুজন উইকেটরক্ষক রাহুল ও পান্ত থাকায় সুযোগ মেলেনি সঞ্জু স্যামসনের। স্কোয়াডে থাকা চার অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেস বিভাগে বুমরাহ, শামি ও হার্দিকের সঙ্গে রাখা হয়েছে আর্শদীপ সিংকে। মোহাম্মদ সিরাজকে তাই বাইরে থাকতে হচ্ছে। স্পিন বিভাগে কুলদীপের পাশাপাশি রয়েছেন জাদেজা, অক্ষর ও ওয়াশিংটন।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। 'এ' গ্রুপে তাদের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে খেলবে তারা।

চূড়ান্ত দল ঘোষণার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোকে আইসিসি সময় বেঁধে দিয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago